
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সংঘাতের আবহেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলাটি উত্থাপিত হলে বিনয়ের সঙ্গে মামলা থেকে সরে দাঁড়ান তিনি। বিচারপতি সেন বলেন, ‘এই ঘটনায় আদালত অপমানিত হয়েছে’।
মঙ্গলবার উচ্চ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাটির শুনানির জন্য বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে হাজির ছিল সব পক্ষ। সেখানেই তিনি বলেন, ‘বিচারপতিদের অধিকার রায়দানের মধ্যে সীমাবদ্ধ। বিশেষ কোনও মামলায় আমাদের কারও কোনও উৎসাহ নেই। কিন্তু যে কেউ সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতেই পারেন। যা ঘটেছে তাতে আদালত অপমানিত হয়েছে।’ আরও পড়ুন - কে বিচারপতি সৌমেন সেন? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সংঘাতে নয়া তথ্য
এর পর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে কিছু বলতে চাই।’ তাঁকে থামিয়ে বিচারপতি সেন বলেন, ‘দয়া করে কিছু বলবেন না। প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। ব্যক্তিবিশেষকে নিয়ে আলোচনায় আমি অভ্যস্থ নই। আমি এই মামলা থেকে সরে দাঁড়ালাম।’
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিচারপতি সৌমেন সেনের সংঘাত নিয়ে গত সপ্তাহে সুপ্রিম কোর্টেও শোরগোল পড়ে যায়। সাত তাড়াতাড়ি ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠন করে শনিবার ছুটির দিন মামলাটির শুনানি করে সুপ্রিম কোর্ট। সোমবার মামলার ফের শুনানিতে মেডিক্যালে সংরক্ষিত আসনে অসংরক্ষিত প্রার্থী ভর্তির মামলায় বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ ও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সমস্ত নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে এই মামলার বিচারের ভার নিজেদের হাতে নিয়ে রাজ্য সরকারকে হলফনামা দিতে বলেছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে বিচারপতি সেনের মামলা ছেড়ে দেওয়া শুধুমাত্র অনুষ্ঠানিকতা ছিল।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports