সন্দেশখালির সভাতে বক্তব্য রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। যে সন্দেশখালিতে একটি সময় তৎকালীন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষ, সাধারণ মানুষের আন্দোলনের জেরে ব্যাকফুটে চলে গিয়েছিল তৃণমূল, সেই সন্দেশখালিতে সভা করলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
সন্দেশখালিতে মমতার সভাকে সফল করতে কার্যত আদাজল খেয়ে নেমে পড়েছিল তৃণমূল। বিপুল জনসমাগম হয়েছিল সন্দেশখালিতে।
সন্দেশখালির সভা থেকে মমতা বলেন, ‘নরকঙ্কালের দল, পাষন্ডের দল, বিসর্জনের দল, মানুষকে মেরে ফেলার দল আর দৃশ্য দূষণের দল। মনে রাখবেন এদের মিথ্য়ে কথায় ভুলবেন না। এভাবেই সিপিএমকে একহাত নিলেন মমতা। সেই সঙ্গেই তিনি বলেন, মনে রাখবেন দিদি যদি বলে দিদি করবে। মনে রাখবেন সন্দেশখালিতে ঘটনা ঘটলে আমার কানে আসবে ১ সেকেন্ডের মধ্যে, হিঙ্গলগঞ্জে একটা ঘটনা হলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্য়ে মিনাখাঁয় একটা ঘটনা হলে আমার কানে আসবে ১ সেকেন্ডের মধ্য়ে। বাদুরিয়ায় ঘটনা হলে আমার কানে আসবে ২ সেকেন্ডের মধ্য়ে। বসিরহাটে ঘটনা হলে আমার কানে আসবে আধ সেকেন্ডের মধ্যে। আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি। আপনারা ভালো থাকলে, আপনারা সুস্থ থাকলে আমি ভালো থাকি, সুস্থ থাকি। ’