৩০শে এপ্রিল দিঘার জগন্নাথধামে অক্ষয় তৃতীয়ার দিন হবে প্রাণ প্রতিষ্ঠা। একেবারে মেগা ইভেন্ট। বাংলার মুখ্যমন্ত্রী এই জগন্নাথধামের উদ্বোধন করবেন। গোটা দিঘা সেজে উঠেছে উৎসবের সাজে। তবে একটা প্রশ্ন বার বারই অনেকের মনে উঁকি দিচ্ছিল, এত বড় অনুষ্ঠানে কি নেমন্তন্ন পাবেন শুভেন্দু? তিনি তো নন্দীগ্রামের বিধায়ক। তিনি কি এখানে আমন্ত্রণ পাবেন?
তবে এবার সব জল্পনার অবসান। আমন্ত্রণ পেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন সেকথা। তবে সেই সঙ্গেই তিনি একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন।
এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন,
অবসরপ্রাপ্ত আইএএস হরেকৃষ্ণ দ্বিবেদী আপনি ওয়েস্টবেঙ্গল হিডকো লিমিটেডের ভাইস চেয়ারম্যান হিসাবে যে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন তা আমি পেয়েছি। দিঘার জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য় আপনি আমন্ত্রণ জানিয়েছেন।
আমি আনন্দের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চাই। যদি নীচের বিষয়গুলি আপনি জানিয়ে দিতে পারেন।
এরপর শুভেন্দু লিখেছেন,
ক)ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের টেন্ডার ডকুমেন্টসে দেখা গিয়েছে, দিঘাতে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র স্থাপিত হয়েছে? আপনি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আপনি কি আমায় একটু ব্যাখা করে দেবেন যে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র( কালচারাল কেন্দ্র) উদ্বোধন হবে নাকি জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে? আপনি আমন্ত্রণপত্রটা আবার ছাপাতে পারেন। আপনি আমায় একটু জবাব দিতে পারবেন এটা মন্দির নাকি কালচারাল সেন্টার।
খ) হিডকোর চেয়ারম্যান কে? ওয়েবসাইটে দেখলাম জনাব ফিরহাদ হাকিম। কিন্তু আমন্ত্রণপত্রে তাঁর নাম নেই কেন? ফিরহাদ হাকিম জগন্নাথধাম সংস্কৃতি কেন্দ্র নাকি জগন্নাথ মন্দির কীসের সঙ্গে যুক্ত? কিছু মিডিয়া বলছে ফিরহাদকে সরানো হয়েছে চেয়ারম্যান পদ থেকে তাহলে ওয়েবসাইটে কেন এখনও তাঁর নাম?
গ) আগামী দিনে যে দান আসবে তা মন্দিরের সম্পদ হবে নাকি হিডকোর আয়ের উৎসব হবে এটি?
ঘ) এই সাইটের কর্মী কারা নিয়োগ করবে? অহিন্দুদেরও কি নিয়োগ করা হবে?
ঙ) এটাকে পুরীর জগন্নাথ ধামের মডেল হিসাবে বলা হচ্ছে। তাহলে এখানে কি অহিন্দুদের প্রবেশকে নিষিদ্ধ করা হবে পুরীর মতো?
আমার বিশ্বাস আপনি এই অস্বচ্ছতাগুলির জবাব দেবেন। না হলে ধরে নেব আপনি ও আপনার সরকার কোটি কোটি হিন্দুদের বিশ্বাস নিয়ে খেলা করছেন।