সোমবার কলকাতার শেয়ার বাজারে দাম বেড়েছে সোনা এবং রুপোর। তার ফলে আজ (মঙ্গলবার, ১৯ জুলাই) কলকাতার খুচরো বাজারে কিছুটা বেশি দরেই দুই মূল্যবান ধাতু বিক্রি হচ্ছে।
সপ্তাহের প্রথম কর্মদিবসে কলকাতার শেয়ার বাজারে ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দাম বেড়েছে ৩০০ টাকা। সেখানে ২৫০ টাকা উত্থানের সাক্ষী থেকেছে ১০ গ্রাম গয়না সোনা (২২ ক্যারাট) এবং হলমার্ক সোনার গয়না (২২ ক্যারাট)। অন্যদিকে, ৫৫,০০০ টাকার স্তর থেকে ৫৬,০০০ টাকার স্তরে প্রবেশ করেছে রুপো। এক কিলোগ্রাম রুপোর (খুচরো এবং বাট) দাম বেড়েছে ৫০০ টাকা।
(ভারত এবং কলকাতায় সোনা ও রুপোর দাম কত থাকছে? রোজ দেখুন এখানে)
মঙ্গলবার (১৯ জুলাই, ২০২২) কলকাতার খুচরো বাজারে সোনা এবং রুপোর দাম কত টাকা পড়ছে (জিএসটি ছাড়া)?
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম)- ৫১,৩০০ টাকা (আগে ছিল ৫১,০০০ টাকা)।
• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৪৮,৬৫০ টাকা (আগে ছিল ৪৮,৪০০ টাকা)।
• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম)- ৪৯,৪০০ টাকা (আগে ছিল ৪৯,১৫০ টাকা)।