বিগত কয়েক বছরে বাস ভাড়া অনেকটাই বেড়েছে। অথচ সেই তুলনায় ট্রেন ভাড়া সেভাবে বৃদ্ধি পায়নি। বর্তমানে লোকাল ট্রেনের টিকিটের ন্যূনতম মূল্য মাত্র ৫ টাকা। এছাড়াও ১০ টাকার টিকিট কেটেও বহুদূর অবধি ট্রেনে যাওয়া যায়। অথচ সেই পরিমান দূরত্ব সড়কপথে অন্য মাধ্যমে গেলে খরচের পরিমাণ হয়ে যায় প্রায় তিন থেকে চার গুণ। তারপরেও বহু যাত্রী দিনের পর দিন বিনা টিকিটেই ট্রেনে ভ্রমণ করছেন। প্রতিনিয়ত রেলের তরফে টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করার জন্য যাত্রীদের সতর্ক করা হলেও অনেকেই তা করছেন না। তার ফলে সারা বছর ধরে টিকিট চেকিং অভিযান চালাচ্ছে পূর্ব রেল। টিকিট না কাটার জন্য জরিমানা করা হচ্ছে বহু যাত্রীকে। পূর্ব রেলের পরিসংখ্যান বলছে, শুধুমাত্র মে মাসেই শিয়ালদহ সহ চারটি ডিভিশনে প্রায় ১ লক্ষ ৮০ হাজার ৯০০ জন বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রী ধরা পড়েছেন। আর এই সমস্ত যাত্রীদের কাছ থেকে জরিমানা বাবদ রেলের আয় হয়েছে ৭ কোটি ৫৭ লক্ষ ৩০ হাজার টাকা।
আরও পড়ুন: প্রচন্ড গরমে ঠাসাঠাসি ভিড়, মৃত্যুও হয়েছে! যন্ত্রণার রেল সফর,কবে মিলবে সুরাহা?
সাধারণত যারা বিনা টিকিটে ধরা পড়েন তাদের অনেকেই সময়ের অভাবে টিকিট না কাটতে পারার কথা জানিয়ে থাকেন।তবে যাত্রীদের টিকিট কাটার সুবিধার্থে বিগত কয়েক বছরের মধ্যে একাধিক পদক্ষেপ করেছে রেল। টিকিট কাটার জন্য ভেন্ডিং মেশিন থেকে শুরু করে ইউটিএস অ্যাপ আনা হয়েছে। যাতে সহজেই মোবাইল থেকে অনলাইনে টিকিট কাটা যায়। ফলে টিকিটের জন্য এখন আর লম্বা লাইনে দাঁড়াতে হয় না যাত্রীদের। এতে সময় সাশ্রয় হয়। তাই টিকিট কাটতে না পারার যুক্তি কোনওভাবেই শোনা হবে না বলে রেলের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যাত্রীদের। তারপরেও অনেকের টনক নড়ছে না। কিছু মানুষ সামান্য ভাড়াটুকু দিতেও রাজি নন। পূর্ব রেল জানাচ্ছে, বিনা টিকিটে যাত্রা করলে জরিমানা হিসেবে ন্যূনতম ২৫৫ টাকা দিতে হয় যাত্রীদের।