হাই কোর্টের নির্দেশ মতো গত ১৯ অগস্টের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরই মাঝে দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোর অনুমোদন বাড়িয়েছে রাজ্য। এই আবহে আদালত অবামননার অভিযোগ তুলে মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। আজ সেই মামলার রায়দান।