করোনাভাইরাস মোকাবিলায় পার্সোনাল প্রোটেক্টটিভ ইক্যুপমেন্ট (পিপিই) পরে আছেন এক ব্যক্তি। পিছনে লেখা - 'সৌজন্যে সুজিত বসু (প্রেজেন্টেড বাই সুজিত বসু)'। এরকম একটি ছবি পোস্ট করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নোংরা রাজনীতির অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
আরও পড়ুন : COVID-19 Lockdown 2.0 : তাস খেলে, আড্ডা দিয়ে ৪০ জনকে রোগ বিলোলেন ২ ট্রাকচালক
শনিবার বিকেলে সেই ছবিটি টুইট করেন আসানসোলের বিজেপি সাংসদ। তাতে দেখা যায়, এক ব্যক্তি আপাতমস্তক সাদা পিপিই-তে ঢেকে আছেন। হাতে গ্লাভস। আর সাদা পিপিইয়ের উপরে একটি কাপড়ের অংশ আটকানো। তাতে নীল হরফে লেখা রয়েছে- 'দিয়েছেন সুজিত বসু, বিধায়ক'। তবে ছবিটির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
আরও পড়ুন : Lockdown 2.0: তেসরা মে'র পরও লকডাউন বাড়ানোর পক্ষে এই রাজ্যগুলি
সেই ছবিটি হাতিয়ার করে করোনার পরিস্থিতিতে তৃণমূলের বিরুদ্ধ রাজনীতি করার অভিযোগ তোলেন বাবুল। তিনি বলেন, 'অত্যন্ত লজ্জাজনক টিএমছি। একজন তৃণমূল কংগ্রেস নেতাই এটা করতে পারেন। সুজিত বসুর অত্য়ন্ত নিম্নমানের কাজ। এরকম কেউ ভাবতেও পারে দেখে হতভম্ব আমি।'