আজ মাদ্রাসার (হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষা) ফলপ্রকাশ হবে। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, শনিবার সকাল ১০ টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিলের ফলাফল। সল্টলেকের মৌলানা আবুল কালাম আজাদ ভবনে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করবেন পর্ষদের কর্তারা। কত শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন, পাশের হার কত, মেধাতালিকায় কারা জায়গা করে নিয়েছেন, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য জানানো হবে। তবে অনলাইনে রেজাল্ট দেখার জন্য পড়ুয়াদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কারণ বেলা ১২ টা থেকে ওয়েবসাইটে হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল দেখা যাবে।
কোন কোন ওয়েবসাইট থেকে মাদ্রাসার ফলাফল দেখা যাবে?
১) www.wbbme.org
২) http://wbbmeexam.org/marksheet/login
কবে হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিলের মার্কশিট দেওয়া হবে?
পর্ষদের তরফে জানানো হয়েছে, শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্যাম্প অফিস থেকে হাই-মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসার প্রধানদের হাতে হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিলের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে। তারপর পড়ুয়ারা মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন বলে জানানো হয়েছে। সেইসঙ্গে পর্ষদের তরফে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট ১০টি কেন্দ্র থেকে হাই-মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসার প্রধানদের দেওয়া হবে মার্কশিট এবং সার্টিফিকেট।
কোন কোন কেন্দ্র থেকে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে?
১) পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের কলকাতা অফিস (মৌলানা আবুল কালাম আজাদ ভবন, ডিডি-৪৫, সেক্টর-১, সল্টলেক, কলকাতা - ৭০০০৬৪)।
২) পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উত্তরবঙ্গ আঞ্চলিক অফিস (সংখ্যালঘু ভবন, ত্রিতল, ডিজি রোড, মালদা)।
৩) বহরমপুর বিতরণ কেন্দ্র (মুর্শিদাবাদ)।
৪) নদিয়া ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা (নদিয়া)।
৫) সামসিয়া হাই-মাদ্রাসা (দার্জিলিং)।
৬) সুকতাবারি এক্রামিয়া হাই-মাদ্রাসা (কোচবিহার)।
৭) পরমহংসপুর বরকাতিয়া হাই-মাদ্রাসা (পূর্ব মেদিনীপুর)।
৮) এস এম আই হাই মাদ্রাসা (পশ্চিম মেদিনীপুর)।
৯) বর্ধমান হাই-মাদ্রাসা (বর্ধমান)।
১০) কেঁথারডাঙা হাই-মাদ্রাসা (বাঁকুড়া)।
১১) হামিদিয়া হাই-মাদ্রাসা (বীরভূম)।
হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ইতিবৃত্ত
মাদ্রাসা পর্ষদের তরফে জানানো হয়েছে, মাদ্রাসার তিনটি স্তরের (হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল) পরীক্ষা মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা ৬৫,০০০-র সামান্য বেশি ছিল। যা গতবারের থেকে ৩,০০০-র মতো বেশি। আবার ২০২৫ সালে আলিম পরীক্ষার জন্য নাম নথিভুক্ত ছিল ১২,৫০৩ জনের। হাই-মাদ্রাসা এবং ফাজিলের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭,৩৭৬ এবং ৫,১২৫।