কোনও নির্দিষ্ট ব্র্যান্ডের নাম নয়, চিকিৎসকদের শুধুমাত্র জেনেরিক ওষুধই লিখতে হবে প্রেসক্রিপশনে। দেশের চিকিৎসা খাতে ওষুধ কোম্পানিগুলির বেআইনি ব্যবসা বন্ধে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই রাজস্থানে এই নিয়ম কার্যকর হয়েছে।
আরও পড়ুন-'নিজের জগতে বাস করেন…!', ‘শরবত জিহাদ’ নিয়ে রামদেবকে তুলোধোনা দিল্লি হাইকোর্টের
ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলির অসৎ বিপণন কৌশল নিয়ন্ত্রণের জন্য দায়ের করা একটি পিটিশনের শুনানি চলছিল বিচারপতি সন্দীপ মেহতা, বিক্রম নাথ এবং বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে। বিচারপতি মেহতা বলেন, 'এই নির্দেশ যদি গোটা দেশে কার্যকর হয়, তবে তা বিশাল পরিবর্তন এনে দেবে।'
আদালতে একটি আবেদনে দাবি করা হয়েছিল, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি চিকিৎসকদের মোটা অঙ্কের ঘুষ দিচ্ছে, যাতে তাঁরা দামি ও ব্র্যান্ডেড ওষুধ প্রেসক্রাইব করেন। এর ফলে সাধারণ মানুষের চিকিৎসা খরচ বেড়ে যাচ্ছে। শুধু তাই নয়, অনেক সময় অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করার প্রবণতাও বাড়ছে, যার ফলে রোগীদের মধ্যে ওষুধ নির্ভরতা তৈরি হচ্ছে এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। আবেদনে আরও বলা হয়, চিকিৎসকদের দেওয়া বিনামূল্যে উপহার দেওয়ার জন্য ওষুধ কোম্পানিগুলিকেও জবাবদিহি করতে হবে।
এর আগের শুনানিতে ফেডারেশন অফ মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এফএমআরএআই)-এর আইনজীবী আদালতকে জানান, ডোলো ৬৫০ ওষুধ নির্মাতা সংস্থা শুধু চিকিৎসকদের উপহার দিতে খরচ করেছে ১,০০০ কোটি টাকা। এই তথ্য সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)-এর একটি প্রেস বিবৃতির উদ্ধৃতিতে তুলে ধরা হয়।
আরও পড়ুন-'নিজের জগতে বাস করেন…!', ‘শরবত জিহাদ’ নিয়ে রামদেবকে তুলোধোনা দিল্লি হাইকোর্টের
'মুসলিম-কাশ্মীরিদের বিরুদ্ধে যাবেন না!' দেশবাসীকে কাতর আর্জি নিহত নৌসেনা অফিসারের স্ত্রীর
এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যদি চিকিৎসকদের জন্য বাধ্যতামূলক করা হয়, কেবলমাত্র জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করার বিধান, তবে এই সমস্যা অনেকটাই মিটে যাবে। শীর্ষ আদালত জানিয়েছে, 'এটি আপনার আবেদনকারীর আর্জির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। রাজস্থানে ইতিমধ্যেই নির্দেশ জারি হয়েছে যে প্রতিটি চিকিৎসককে জেনেরিক ওষুধই লিখতে হবে। কোনও কোম্পানির নাম লেখা যাবে না। এটি সমস্যার সমাধান করবে।'