Ppe
সেরা খবর
সেরা ভিডিয়ো

Personal protective equipment (PPE) অনেক স্বাস্থ্যকর্মী পাচ্ছেন না, এমন অভিযোগ উঠছে। কিন্তু করোনার বিরুদ্ধে লড়াইয়ে PPE-এর কমতি নেই বলেই স্বাস্থ্যমন্ত্রকের সূত্রে আশ্বাস দেওয়া হয়েছে।
যুগ্মসচিব লব আগরওয়াল বলেন যে পর্যাপ্ত স্টক আছে। ২০টি সংস্থা বানাচ্ছে PPE. ১.৭ কোটি PPE-র অর্ডার দেওয়া হয়েছে। তবে প্রয়োজন বুঝে PPE ব্যবহার করা উচিত বলে জানিয়েছে লব। তিনি বলেন কতটা ঝুঁকি সেটি বিচার করে PPE ব্যবহার করা উচিত।
এমার্জেন্সি, সমাধিস্থল, ল্যাবে পিপিপি-র সব অংশ যেমন মাস্ক, কভারঅল, বুট, গগলস, গ্লাভস ব্যবহার করা দরকার। এছাড়াও আছে কম ঝুঁকিপূর্ণ অঞ্চল ও মধ্য ঝুঁকিপূর্ণ অঞ্চল। সেখানে প্রয়োজন অনুসারে ব্যবহার করা উচিত বলেই জানান লব আগরওয়াল। দিনে চারটি মাস্কও ব্যবহার করা যায় আবার একটাতেও কাজ চলে যেতে পারে, উদাহরণস্বরূপ বলেন তিনি। এছাড়াও ৪৯,০০০ ভেন্টিলেটর অর্ডার দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রকের কর্তা।