পাতালপথে এবার বৈষম্যের রাজনীতি দেখা দিল। আর তা নিয়ে শোরগোল পড়ে গেল। কারণ প্রকল্প ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তখন তিনি রেলমন্ত্রী ছিলেন। এমনকী উদ্বোধনও হয়েছে তাঁর হাতে। কিন্তু এখন দেখা গিয়েছে অন্য চিত্র। দমদম মেট্রো স্টেশনের আপ প্ল্যাটফর্মে থাকা উদ্বোধনী ফলক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উধাও হয়ে গিয়েছে!
বিষয়টি ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে, ২০১০ সালে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় দমদম থেকে বরানগর–দক্ষিণেশ্বর মেট্রোরুট সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করেন। তারপর দমদম স্টেশনের আপ লাইনে উদ্বোধনী ফলক বসানো হয় তাঁর নামে। কিন্তু এখন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই তা থেকে মুছে গিয়েছে। বাংলা–ইংরেজি লেখায় মুছে গিয়েছে তাঁর নাম। আর হিন্দিতে ব্যানার্জি শব্দটি পড়ে আছে। এটা নিয়েই মেট্রো কর্তৃপক্ষের সমালোচনায় সরব হয়েছেন যাত্রী থেকে শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। এমনকী সংগঠনের পক্ষ থেকে মেট্রোর চিফ অপারেশন ম্যানেজারকে চিঠিও দেওয়া হয়।
ঠিক কী ঘোষণা করা হয়েছিল? রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জন্য ইস্ট–ওয়েস্ট, জোকা–বিবাদিবাগ, নিউ গড়িয়া, এয়ারপোর্ট, দক্ষিণেশ্বর–বিমানবন্দর–বারাসত–সহ একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। দমদম থেকে দক্ষিণেশ্বর সম্প্রসারণের কথাও ঘোষণা করা হয়েছিল। প্রকল্পের শিলান্যাস করেন বাংলার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী। ২০২১ সালে ভার্চুয়ালি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কর্তৃপক্ষের গাফিলতিতে তাঁরই নাম উধাও উদ্বোধনী ফলক থেকে।