আইসিসিআর বৈঠক। বাংলায় সংগঠন কীভাবে চলবে তা নিয়ে বিজেপির উচ্চ পর্যায়ের বৈঠক। খোদ প্রকাশ জাভড়েকর উপস্থিত রয়েছেন বৈঠকে। আর সেই বৈঠকের বাইরে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে তুমুল হাতাহাতি বেঁধে যায়। সূত্রের খবর, এক আইনজীবীকে কলার ধরে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এক বিজেপি কর্মী অপর এক ব্যক্তির কলার ধরে চিৎকার শুরু করে দেন, আপনি দালাল। আপনি টিএমসির দালাল। আইপিএসের নাম করে টাকা তোলে। এই লোকটার নাম সব্যসাচী রায় চৌধুরী।
অভিজিৎ নাহা নামে বিজেপির এক যুব কর্মী জানিয়েছেন, গত কয়েক বছর ধরে আইপিএসের নাম করে টাকা তুলেছে। টিএমসির দালাল।
অন্যদিকে সব্যসাচী রায় চৌধুরী নামে ওই ব্যক্তির দাবি, আমি অ্য়াডভোকেট। আমাকে শমীকবাবু ডেকেছেন।
অন্যদিকে শমীক ভট্টাচার্য বলেন, একটা ওকালতনামা সই করানোর জন্য় আমার কাছে এসেছিলেন। সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের সদস্য বলে আমি জানি। তার সঙ্গে অভিজিৎ নাহা পরিচয় করিয়ে দিয়েছিলেন।
তবে এই ঘটনাকে ঘিরে তুমুল শোরগোল বিজেপির অন্দরে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এদিনের এই ঘটনার জেরে কার্যত মুখ পুড়েছে বঙ্গ বিজেপির। চরম অস্বস্তিতে দলীয় নেতৃত্ব। পাশাপাশি তৃণমূল নেতাদের বিরুদ্ধে যখন একের পর এক দুর্নীতির অভিযোগ তখন বিজেপির মিটিংয়ের বাইরে এই ঘটনাকে ঘিরে দলের অন্দরে তুমুল শোরগোল পড়ে যায়।