দিলীপ ঘোষের পর এবার সিবিআইয়ের তৎপরতা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন খোদ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার বোলপুরে ভোট পরবর্তী হিংসা মামলায় ৩ জনের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, ‘সিবিআইয়ের তৎপরতা আরও বেশি হলে আমরা খুশি হতাম।’
এদিন সুকান্তবাবু বলেন, ‘আরও তাড়াতাড়ি কাজ করলে আমরা খুশি হতাম। ১ বছর হয়ে গেল এখন গ্রেফতার করছে। আরও আগে হলে আরও বেশি গ্রেফতার হত। সিবিআইয়ের তৎপরতা আরও বেশি হলে আমরা খুশি হতাম’।
খাস কলকাতায় দুই বাস কন্ডাক্টরের বিবাদে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত নিয়াজউদ্দিন
এর আগে একই সুর শোনা গিয়েছিল দিলীপ ঘোষের গলায়। গত সপ্তাহে তিনি বলেন, ‘কয়েকমাস ধরে এখানে সিবিআই তদন্ত চলছিল। কিন্তু তার কোনও প্রভাব ছিল না, কোনও তথ্য আসছিল না, কেউ ধরা পড়ছিল না। কারণ কী? সর্ষের মধ্যে ভূত ছিল। জানার পর কিছু অফিসারকে পরিবর্তনও করা হয়েছে। যা হয় আর কী। সবার একটা পেট আছে। সবাই বিক্রি হয়। সবার দাম থাকে। কেউ লাখে, কেউ কোটিতে, কেউ শ’কোটিতে। সেভাবে বিক্রি হচ্ছিল। এটা সরকার বুঝতে পেরেছে। আমি যতদূর শুনেছি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিশেষ উদ্যোগে ইডি এসেছে। তারপর কাজ শুরু হয়েছে। যারা সেটিং করছিলেন, তাঁদের কেউ কেউ মন্তব্যও করেছেন, এতদিন তো কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছিল। ইডি কোথা থেকে ছুটে এল। ইডিকে সরানোর জন্য কোর্টেও গেছে'।
দিলীপ ঘোষের এই বয়ানের জেরে রাজনীতিতে তোলপাড় শুরু হয়। কিন্তু নিজের অবস্থান থেকে সরেননি দিলীপবাবু। এবার একই সুরে কথা বললেন সুকান্ত মজুমদারও।