ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা দেবের সহযোগী রামপদ মান্নার বিরুদ্ধে চাকরির নামে প্রতারণার অভিযোগ উঠেছিল। তা নিয়ে আগেই কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। তবে মামলাকারী টাকা পেয়ে গিয়েছেন দাবি করে পিছিয়ে যান। এবার একই অভিযোগে কলকাতা হাইকোর্টে নতুন একটি মামলা হল। তবে সেই মামলায় রামপদ মান্নার পাশাপাশি দেবের নামা জড়িয়েছে। ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন মামলাকারী।
আরও পড়ুন: এনামুল হকের থেকে ৫০ লাখ নিয়েছেন! হিরণের খোঁচা,ব্যাঙ্কের নথি সোশ্যালে পোস্ট দেবের
জানা যাচ্ছে, সম্প্রতি বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে একটি অডিয়ো ক্লিপ পোস্ট করেছেন (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। সেই ক্লিপের ভিত্তিতে মামলা করেছেন বাপ্পাদিত্য ঘোষ নামে এক ব্যক্তি। হিরণ যে পোস্ট করেছিলেন তাতে দুজনের কথোপকথন শোনা যায়। একজন হলেন মহিলা এবং অপরজন হলেন পুরুষ। হিরণের দাবি, পুরুষ কন্ঠটি হল দেবের। মহিলাকে বলতে শোনা গিয়েছিল, চাকরির জন্য তার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেওয়া হয়েছিল। কিন্তু, চাকরি দেওয়া হয়নি, এখন টাকাও পাচ্ছেন না।
হিরণের দাবি, চাকরি দুর্নীতি কাণ্ডে ঘাটালে একটি বড়সড় চক্র রয়েছে। তার মাথা হলেন দেব । এই ঘটনায় আগেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন বিজেপি প্রার্থী। তখন তিনি জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে দ্বারস্ত হবেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন দেব। তাঁর বক্তব্য ছিল, কল রেকর্ড এডিট করা। মহিলা কন্ঠ বসানো হয়েছে। অন্যদিকে, রামপদও অভিযোগ অস্বীকার করেন।