রাজ্যের কোনও স্কুলে ছাত্র – শিক্ষক অনুপাত বেশি থাকলে তা অবিলম্বে পূরণ করতে হবে। এমনই নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সঙ্গে তিনি জানিয়েছেন, এজন্য প্রশাসনিক বিধি প্রয়োগ করে যে কোনও শিক্ষককে রাজ্যের যে কোনও স্কুলে বদলি করা যেতে পারে। ১ সপ্তাহের মধ্যে এব্যাপারে শিক্ষা দফতরের পরিকল্পনা রিপোর্ট আকারে জানতে চেয়েছে আদালত।
এদিন বিচারপতি বসু বলেন, যে সমস্ত স্কুলে ছাত্রের তুলনায় শিক্ষক বেশি সেখান থেকে ছাত্রের তুলনায় শিক্ষক কম এমন স্কুলে শিক্ষকদের বদলি করতে হবে। ইতিমধ্যে আদালত জানিয়েছে, কলকাতার ১১৫টি সরকারি স্কুলে শিক্ষকের সংখ্যা ৫০০। কিন্তু গড়ে ৫০ জন করেও পড়ুয়া নেই সেই স্কুলগুলিতে। উলটো দিকে জেলায় বহু স্কুলে ছাত্র থাকলেও শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হতে বসেছে।
এদিন বিচারপতি বসু জানিয়েছেন, কলকাতার স্কুলের শিক্ষকদের জেলায় যেতে হবে। অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। এই মামলায় এর আগেও উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি বসু। তিনি বলেন, এভাবে চলতে থাকলে তো গ্রামের স্কুল ফাঁকা হয়ে যাবে। আদালতের নির্দেশে ৭ দিনের মধ্যে শূন্যপদ পূরণের পরিকল্পনা জমা দিতে হবে শিক্ষা দফতরকে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup