পশ্চিমবঙ্গের রাস্তায় চলাচল করা বাসের আকার ও আসন সংখ্যায় বড় পরিবর্তনের সুযোগ দিল রাজ্যের পরিবহণ দফতর। নতুন নিয়মে বাস মালিকরা এখন যাত্রী চাহিদা ও রুট অনুযায়ী একই রুট পারমিটে বাসের সাইজ বদলাতে পারবেন। অর্থাৎ, বড় বাসের বদলে ছোট বাস, কিংবা ছোট বাসের বদলে বড় বাস দুটোই চালানো যাবে। একই সঙ্গে আসন সংখ্যা বাড়ানো বা কমানোরও অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রামনবমীর আগের দিন বাসন্তী পুজোর প্রতিমায় আগুন লাগানোর অভিযোগ
আধিকারিকরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে যাত্রী সংখ্যা কমে যাওয়া রুটে ছোট বাস চালিয়ে খরচ কমানো সম্ভব হবে, আর যাত্রী বেশি থাকা রুটে বড় বাস চালিয়ে চাহিদা মেটানো যাবে। পরিবহণ দফতরের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, এখন থেকে বাসে ন্যূনতম আসন সংখ্যা হতে হবে ২২ এবং সর্বাধিক ৫৫। মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা অন্তত ছ’ফুট থাকতে হবে। যদি কোনও বাসে ৩০-এর কম আসন থাকে, তবে তাকে ‘স্পেশ্যাল স্টেজ ক্যারেজ’ পারমিট নিতে হবে। অন্য ক্ষেত্রে লাগবে ‘স্টেজ ক্যারেজ’ পারমিট। বাস মালিক সংগঠনের একাংশ জানিয়েছে, অতিমারি পরবর্তী সময়ে অনেক রুটে যাত্রী সংখ্যা ব্যাপকভাবে কমে গিয়েছে, ফলে বড় বাস চালিয়ে খরচ মেটানো সম্ভব হচ্ছিল না। আবার কিছু রুটে যাত্রী সংখ্যা বেড়েছে। কিন্তু বড় বাস চালানোর অনুমতি না থাকায় সমস্যা হচ্ছিল। পাশাপাশি, দীর্ঘদিন বাস ভাড়া না বাড়ানো এবং ক্রমাগত জ্বালানির দাম বৃদ্ধির কারণে বহু রুটে বাস পরিষেবা বন্ধ হয়ে যায়। তাই পরিবহণ দফতরের কাছে বাসের আকার ও আসন সংখ্যা পরিবর্তনের অনুমতির জন্য মালিকরা আবেদন করেছিলেন।
রাজ্য সরকারের এই নতুন নিয়ম বাস মালিকদের জন্য স্বস্তি বয়ে আনবে বলে মনে করা হচ্ছে। কারণ এতে রুটভিত্তিক যাত্রী চাহিদা অনুযায়ী গাড়ির আকার ও আসন সংখ্যা সমন্বয় করা যাবে, যা মালিকদের আর্থিক ক্ষতি কমাতে সাহায্য করবে এবং পরিষেবা সচল রাখতেও সহায়ক হবে।