কলকাতার মওলা আলি মোড়ে যুদ্ধবিরোধী মিছিলে কালি ছেটানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই অভিযোগে বিজেপি নেতা সজল ঘোষসহ বেশ কয়েকজন দলীয় কর্মীকে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে মিছিলে অংশগ্রহণকারী কয়েকজনকেও।
জানা গিয়েছে, সোমবার দুপুরে যুদ্ধের বিরুদ্ধে মওলা আলি মোড় থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করার কথা ছিল কয়েকটি অরাজনৈতিক সংগঠনের। উদ্যোক্তাদের দাবি, ভারত ও পাকিস্তানের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। যুদ্ধ হলে সাধারণ মানুষের ক্ষতি হয় সব থেকে বেশি।
মিছিল শুরু হওয়ার পর কয়েক পা এগোতেই সেখানে জাতীয় পতাকা হাতে বিজেপি নেতা সজল ঘোষের নেতৃত্বে হাজির হন বিজেপি কর্মীরা। মিছিলের উদ্যোক্তা ও অংশগ্রহণকারীদের দেশদ্রোহী বলে স্লোগান দিতে থাকেন তাঁরা। এমনকী মিছিলে অংশগ্রহণকারীদের লক্ষ্য করে কালি ছেটানো হয় বলেও অভিযোগ। দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যাওয়ার উপক্রম হয়। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হন মিছিলের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। তাঁরা কোনওক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর পর সজল ঘোষসহ বেশ কয়েকজন বিজেপি নেতাকর্মীকে আটক করেন পুলিশ আধিকারিকরা। মিছিলে অংশগ্রহণকারী কয়েকজনকেও আটক করা হয়।
প্রিজন ভ্যানে বসে সজলবাবু বলেন, এরা সব দেশদ্রোহী, পাকিস্তানপন্থী। এরাই সন্ত্রাসবাদের প্রচ্ছন্ন মদতদাতা। পহলগাঁওয়ে যখন হিন্দু পর্যটকদের বেছে বেছে পরিবারের সমনে মাথায় গুলি করেছিল জঙ্গিরা তখন এরা ঘরে বসে থেকে মৌন সমর্থন জানিয়েছে। আর এখন যখন ভারত তাদের জবাব দিচ্ছে তখন এদের মনে পড়েছে যুদ্ধ নয় শান্তি চাই। এই সব পাকিস্তানপন্থীদের চিহ্নিত করে এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত সরকারের।