বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > 'সেরা' বাঘ দম্পতির ২ সন্তান এল আলিপুর চিড়িয়াখানা! বেঙ্গল সাফারিতে গেল পাইথন
পরবর্তী খবর
'সেরা' বাঘ দম্পতির ২ সন্তান এল আলিপুর চিড়িয়াখানা! বেঙ্গল সাফারিতে গেল পাইথন
1 মিনিটে পড়ুন Updated: 06 Mar 2024, 10:30 AM ISTMD Aslam Hossain
দার্জিলিংয়ের বেঙ্গলসাফারি পার্ক থেকে তরুণ এই দুটি বাঘ সোমবার আনা হয়েছে। এরমধ্যে রয়েছে একটি বাঘ ও একটি বাঘিনী। দুজনেরই বয়স ৩ বছরের কাছাকাছি। আগে থেকেই আলিপুর চিড়িয়াখানায় ৩টি পুরুষ বাঘ ছিল ও ২টি বাঘিনী ছিল। তবে এরফলে সেখানে বাঘের সংখ্যাও বাড়ল।
আলিপুর চিড়িয়াখানায় এল একজোড়া বাঘ। প্রতীকী ছবি
অনেক অন্যতম পছন্দের জায়গা হল আলিপুর চিড়িয়াখানা। বাঘ, সিংহ, হাতি থেকে শুরু করে বিভিন্ন জন্তু এখানকার মূল আকর্ষণ। এবার সেই চিড়িয়াখানায় দর্শকদের আনন্দ আরও কিছুটা বাড়িয়ে দিয়েছে একজোড়া বাঘ। আলিপুর চিড়িয়াখানার নতুন এই দুই সদস্যকে মঙ্গলবার থেকে দর্শকদের সামনে আনা হয়েছে।
জানা গিয়েছে, দার্জিলিংয়ের বেঙ্গল সাফারি পার্ক থেকে তরুণ এই দুটি বাঘ সোমবার আনা হয়েছে। এরমধ্যে রয়েছে একটি বাঘ ও একটি বাঘিনী। দুজনেরই বয়স ৩ বছরের কাছাকাছি। আগে থেকেই আলিপুর চিড়িয়াখানায় তিনটি পুরুষ বাঘ ছিল ও দুটি বাঘিনী ছিল। এর ফলে সেখানে বাঘের সংখ্যাও বাড়ল। প্রসঙ্গত, আলিপুরে যে বাঘগুলি রয়েছে সেগুলির প্রজননের বয়স হয়ে গিয়েছে। এই অবস্থায় প্রজননের জন্য অনেকদিন ধরেই বাঘ নিয়ে আসতে চাইছিল। প্রথমে ঠিক হয়েছিল রাঁচি থেকে আনা হবে। তবে পরে বেঙ্গল সাফারি পার্ক থেকে বাঘ আনার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, আলিপুর চিড়িয়াখানায় যে বাঘ দুটি আনা হয়েছে, তারা হল বেঙ্গল সাফারির সেরা ব্যাঘ্র দম্পতি বিভান ও শীলার সন্তান। তাদের সাত সন্তানের মধ্যে দুজনকে সোমবার আলিপুর চিড়িয়াখানায় আনা হয়। তবে বেঙ্গল সাফারি থেকে যেমন বাঘ নিয়ে এসেছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ তেমনি সেখানেও বেশ কিছু জীবজন্তু পাঠিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এর পরিবর্তে বেঙ্গল সাফারিতে পাঠানো হয়েছে একটিই পাইথন, হরিণ ও গোসাপ।