West Bengal Budget 2024 Highlights: লোকসভা ভোটের আগে জনমোহিনীর জোয়ারে ভাসল রাজ্য বাজেট। লক্ষ্মীর ভাণ্ডার, সিভিক ভলান্টিয়ার-গ্রিন পুলিশ-ভিলেজ পুলিশদের ভাতা বাড়ানোর ঘোষণা করা হল। সেইসঙ্গে আরও একাধিক জনমোহিনী প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে কীভাবে আয় হবে, সেটার কোনও নির্দিষ্ট দিশা দেখালেন না। রাজ্য বাজেটে কী কী ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেটার হাইলাইটস দেখে নিন।
West Bengal Budget 2024 Live Updates: ১,০০০ টাকা ভাতা বাড়ছে সিভিক, গ্রিন পুলিশদের
১.৫ লাখের সিভিক ভলান্টিয়ার, সিভিক পুলিশ, গ্রিন পুলিশদের ভাতা বাড়ানো হচ্ছে। ভাতা ১,০০০ টাকা বাড়বে। রাজ্য পুলিশে যুক্ত হওয়ার কোটা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হচ্ছে। ১৮০ কোটি টাকা বরাদ্দ।
West Bengal Budget 2024 Live Updates: ৪টি অত্যাধুনিক তাপবিদ্যুৎ কেন্দ্র
অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য: নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য পশ্চিমবঙ্গে চারটি সুপার ক্রিটিকাল থার্মাল পাওয়ার ইউনিট তৈরি করা হচ্ছে। পিপিপি মডেলে বাস্তবায়ন করা হবে। ১০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।
West Bengal Budget 2024 Live Updates: EM বাইপাসে ৭ কিমি ফ্লাইওভার
নিউ টাউন ও বিমানবন্দরে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে মেট্রোপলিটন ও মহিষবাথানের মধ্যে চার লেনের সাত কিলোমিটার ফ্লাইওভার তৈর করা হবে। তিন বছরের মধ্যে সেই প্রকল্প শেষ করা হবে। খরচ পড়বে ৭২৮ কোটি। প্রথম বছরের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ।
West Bengal Budget 2024 Live Updates: ৫ লাখ চাকরি হবে, ঘোষণা চন্দ্রিমার
অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য: ৫ লাখ চাকরির ব্যবস্থা করা হবে। রাজ্যের বিভিন্ন দফতরে প্রচুর নিয়োগ করা হবে। রাজ্য সরকারি অফিস ও রাজ্যের আওতাধীন অফিসে নিয়োগ করা হবে।
West Bengal Budget 2024 Live Updates: দামোদর সেতুর উপর ৪ লেনের সেতু তৈরি করা হবে
দামোদরের উপর শিল্পসেতু তৈরি করা হবে। ৬৪০ মিটারের সেতু। যে সেতুর ফলে প্রচুর স্থানীয় মানুষ উপকৃত হবে। তিন বছরের মধ্যে সেতু তৈরি করা হবে। ২৪৬ কোটি আনুমানিক ব্যয়। চার লেনের সেতু তৈরি করা হবে।
West Bengal Budget 2024 Live Updates: মুড়িগঙ্গা থেকে কচুবেড়িয়া পর্যন্ত সেতু তৈরি করা হবে
অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য: মুড়িগঙ্গা থেকে কচুবেড়িয়া পর্যন্ত ৩.১ কিলোমিটারের ব্রিজ তৈরি করা হবে। সেই ব্রিজের নাম হলে গঙ্গাসাগর সেতু। যে সেতুর ফলে মানুষ সহজেই গঙ্গাসাগরে যেতে পারবেন।
West Bengal Budget 2024 Live Updates: রাজ্যের বাইরেও হাসপাতালের পরিযায়ী শ্রমিকরা ব্যবহার করতে পারবেন স্বাস্থ্যসাথী
অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য: পরিযায়ী শ্রমিকদেরও স্বাস্থ্যসাথীর আওতায় আনা হল। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে শ্রমিকরা রাজ্যের বাইরে আছেন, তাঁরা সেখানকার হাসপাতালেও স্বাস্থ্যসাথীর কার্ড ব্যবহার করতে পারবেন।
West Bengal Budget 2024 Live Updates: কুক-কাম-হেল্পারদের ভাতা বাড়ছে ৫০০ টাকা
অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য: মিড ডে মিলের কুক-কাম-হেল্পারদের মাসিক আর্থিক সাহায্য বাড়ছে ৫০০ টাকা। তার ফলে দু'লাখ কুক-কাম-হেল্পাররা লাভবান হবেন। অতিরিক্ত ১৪০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।
West Bengal Budget 2024 Live Updates: ক্লাস ১১-এ মিলবে ১০,০০০ টাকা, ঘোষণা রাজ্যের
অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য: তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য ১০,০০০ টাকা দেওয়া হয়। দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ট্যাব কেনার জন্য পান। এবার একাদশ শ্রেণি থেকেই সেই টাকা দেওয়া হবে। সেজন্য অতিরিক্ত ৯০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।
West Bengal Budget 2024 Live Updates: কোলাট্যারল ছাড়াই ১০০ শতাংশই ঋণ, ঘোষণা চন্দ্রিমার
অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য: ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুবিধা আরও বাড়ানো হচ্ছে। কোনও কোলাট্যারল ছাড়াই ১০০ শতাংশই ঋণ দেওয়া হবে। নামমাত্র চার শতাংশ সুদ দিতে হবে। বাকি সুদ বহন করবে রাজ্য সরকার।
West Bengal Budget 2024 Live Updates: মাসে ১,৫০০-২,৫০০ টাকা! ট্রেনি নেওয়া হবে, ঘোষণা সরকারের
অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য: যুবক-যুবতীদের অ্যাপ্রেন্টিস প্রকল্প। বিভিন্ন শিল্পক্ষেত্রে প্রশিক্ষণের সুবিধা মিলবে। মাসে মাসিক ১,৫০০ টাকা ২,৫০০ টাকা দেওয়া হবে সেই ট্রেনিদের। প্রতি বছর ১ লাখ যুবক-যুবতী লাভবান হবেন। বরাদ্দ করা হচ্ছে ২০০ কোটি টাকা।
West Bengal Budget 2024 Live Updates: ৩ জেলার মৎস্যজীবীদের ২ মাস ৫,০০০ টাকা সহায়তা
অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য: মৎস্যজীবীদের জন্য সমুদ্রসাথী প্রকল্প চালু করা হল। দু'লাখ মৎস্যজীবী উপকৃত হবেন। ২০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। তিনটি জেলার (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর) মৎস্যজীবীদের দু'মাস সেই টাকা দেওয়া হবে।
West Bengal Budget 2024 Live Updates: কবে থেকে লক্ষ্মীর ভান্ডারের ভাতা আরও বাড়বে?
অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য: ২০২৪ সালের এপ্রিল থেকে জেনারেল ক্যাটেগরির আওতায় মহিলারা মাসে ১,০০০ টাকা পাবেন। তফসিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা ১,২০০ টাকা পাবেন। মে মাস থেকেই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেজন্য বছরে বাড়তি ১২,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
West Bengal Budget 2024 Live Updates: ৪৯% কমেছে গরিব মানুষের সংখ্যা, দাবি চন্দ্রিমার
অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য: মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দু'কোটির বেশি মানুষের জীবিকার সংস্থান কমেছে। তার ফলে দারিদ্র্যসীমার নীচে থাকা মানুষ ৮.৬ শতাংশ হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে ৪৯ শতাংশ কমেছে। ১.৭২ কোটি মানুষ দারিদ্র্যসীমার হাত থেকে মুক্তি পেয়েছেন।
West Bengal Budget 2024 Live Updates: পেনশন পাবেন আরও ১০ লাখ প্রবীণ, দাবি মমতার
বাজেট পেশের আগেরদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘আরও ১০ লাখ প্রবীণ নাগরিক পেনশন পাবেন। বিধবা ভাতা পাবেন আরও ১.৪ লাখ বিধবা। আরও ১০ লাখ তরুণী পাবেন কন্যাশ্রীর সুযোগ-সুবিধা। আর এটা মনে রাখবেন যে অনেক সমস্যা আছে। কেন্দ্রের থেকে আমাদের ১.৬ লাখ কোটি টাকা পাওয়ার কথা আছে।’
West Bengal Budget 2024 Live Updates: ২৮ কোটি কর্মদিবস তৈরি হবে, দাবি চন্দ্রিমার
অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন, কেন্দ্রের থেকে ১ লাখ ১৮ হাজার কোটি টাকা বকেয়া আছে। আর ২০২৪-২৫ অর্থবর্ষে ২৮ কোটি কর্মদিবস তৈরি করা হবে বলে জানিয়েছেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।
West Bengal Budget 2024 Live Updates: সিভিক, ভিলেজ ও গ্রিন পুলিশের ভাতা বাড়াল মমতা সরকার
এবারের বাজেটে সিভিক, ভিলেজ এবং গ্রিন পুলিশের ভাতা বাড়ানো হল। লোকসভা ভোটের ঠিক আগেই সেই বাজেট পেশ করছেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর সেই বাজেটে সিভিক, ভিলেজ এবং গ্রিন পুলিশের ভাতা বাড়ানো হল।
West Bengal Budget 2024 Live Updates: বছরে ৫০ দিন কাজ! কর্মশ্রী প্রকল্প রাজ্যের
কেন্দ্রের ১০০ দিনের কাজের পালটা এবার ৫০ দিনের কাজ প্রকল্প চালু করল রাজ্য সরকার। সেই নয়া প্রকল্পের নাম হল 'কর্মশ্রী'। অর্থাৎ কেন্দ্রের ১০০ দিনের কাজের ধাঁচেই সেই প্রকল্প চালু করা হল।
West Bengal Budget 2024 Live Updates: DA বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানো হল। ঘোষণা করলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াল চার শতাংশ।
WB Budget 2024 Live: লক্ষ্মীর ভাণ্ডারে ১০০০ টাকা, কারা ১,২০০ টাকা পাবেন?
প্রত্যাশা মতোই ভাতা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারে। এতদিন মাসিক ৫০০ টাকা দেওয়া হত। এবার সেটা বেড়ে দাঁড়াল ১,০০০ টাকা। অর্থাৎ জেনারেল ক্যাটেগরির মহিলারা ১,০০০ টাকা করে পাবেন। সেখানে তফসিলি জাতি ও তফসিলি জনজাতিদের মাসিক ভাতা বেড়ে দাঁড়াল ১,২০০ টাকা। যা আগে ১,০০০ টাকা ছিল।
West Bengal Budget 2024 Live Updates: 'মমতা আজ যা ভাবেন, বাকি ভারত তা পরদিন ভাবে'
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য বাজেটের শুরুতেই তিনি বলেন, 'আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী আজ যা ভাবেন, বাকি ভারত তা আগামিকাল ভাবে।'
WB Budget 2024 Live: বাজেট পেশ চন্দ্রিমার, শুরুতেই আক্রমণ নির্মলাকে
বিধানসভায় রাজ্য বাজেট পেশ করা শুরু করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর বাজেট পেশের শুরুতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে আক্রমণ শানান। তিনি দাবি করলেন, নির্মলা যে বাজেট পেশ করেছেন, তাতে দেউলিয়াপনা ফুটে উঠেছে। জাতীয় হারের থেকে বাংলার বেকারত্বের হার তিন শতাংশ কম।
West Bengal Budget 2024 Live Updates: এবারের বাজেটে DA বাড়বে? কী মনে করছেন সরকারি কর্মচারীরা?
বিষয়টি নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘বঞ্চনার পাহাড় যেভাবে জমে উঠেছে, তাতে আশা তো করতেই পারি। কিন্তু যাঁরা পূরণ করবেন, তাঁরা যদি আন্তরিক না হন, তাহলে সেই আশা পূরণ হবে কীভাবে? তাই সর্বাত্মক আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে বাধ্য করতে হবে। পাশাপাশি অন্যান্য স্তরে যেভাবে বঞ্চনা রয়েছে, তার অবসানও জরুরি। যাঁরা বঞ্চিত যোগ্য চাকরিপ্রার্থী, চুক্তিভিত্তিক কর্মচারী যাঁদের সামান্য বেতন দিয়ে মধ্যযুগীয় প্রথায় খাটিয়ে নেওয়া হচ্ছে, তাঁদের বঞ্চনার অবসান করাটা আরও বেশি জরুরি বলে মনে করি।’
West Bengal Budget 2024 Live Updates: এবার কি বাজেটে DA বৃদ্ধির ঘোষণা করা হবে?
গতবার রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানো হয়েছিল। এবারের বাজেটেও কি একইরকম ঘোষণা করবেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য? আপাতত সেই আশায় আছেন রাজ্য সরকারি কর্মচারীরা। যাঁরা আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১০ শতাংশ হারে ডিএ পান।
West Bengal Budget 2024 Live Updates: লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তার সংখ্যা ৩ কোটি ছুঁইছুঁই, জানালেন মমতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত ১ ফেব্রুয়ারি থেকে দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে লক্ষ্মীর ভান্ডারের জন্য ৯০ লাখ আবেদন জমা পড়েছে। সার্বিকভাবে উপভোক্তার সংখ্যা তিন কোটি ছুঁইছুঁই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই পরিস্থিতিতে এবার বাজেটে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ আরও বাড়তে পারে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।
West Bengal Budget 2024 Live Updates: ‘আমি কাউকে কোনওদিন বঞ্চনার শিকার হতে দেব না’, বাজেটের আগে বললেন মমতা
বাজেট পেশের আগেরদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মনে রাখবেন যে আমায় সরকার চালাতে হয়। যখন আমার হকের টাকা দেওয়া হয় না, যখন সেটা আটকে রাখা হয় না, তখন যেভাবে মহিলারা সংসার চালান, আমিও সেভাবে (সরকার) চালিয়ে থাকি। আমি বিশ্বাস করি যে আমি কাউকে কোনওদিন বঞ্চনার শিকার হতে দেব না। আমি সবসময় বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে এসেছি। আমি অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছি। মনুষ্যত্বের পক্ষে লড়াই করেছি।'
West Bengal Budget 2024 Live Updates: মায়েরা যেভাবে ঘর চালান, সেভাবেই সরকার চালান, দাবি মমতার
রাজ্য বাজেট পেশ করার আগেরদিন হাওড়ার সাঁতরাগাছিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, মায়েরা যেভাবে ঘরবাড়ি চালান, সেভাবেই তিনি সরকার চালিয়ে থাকেন। তিনি বলেন, ‘মায়েরা কীভাবে ঘর চালিয়ে থাকেন? কোনওদিন তাঁরা আলুসেদ্ধ দিয়ে ভাত করেন, কোনওদিন আবার ভাতের সঙ্গে মাছ খান। যেদিন টানাটানি থাকে, সেদিন তাঁরা স্থানীয় মুদির থেকে ধারে জিনিসপত্র নেন। আর পরের মাসে সেটা ফেরত দিয়ে দেন।' সংশ্লিষ্ট মহলের ধারণা, মমতা বোঝাতে চেয়েছেন যে সামাজিক প্রকল্পে বরাদ্দ বাড়বে।
West Bengal Budget 2024 Live Updates: নয়া চাকরির ঘোষণা বাজেটে? বাড়ছে জল্পনা
শেষ কয়েক বছরে যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি মুখ পুড়েছে রাজ্য সরকারের, সেটা হল নিয়োগ দুর্নীতি। বিভিন্ন ক্ষেত্রে লাগামছাড়া দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতিতে হাজার-হাজার পদে নিয়োগ নিয়ে ইতিমধ্যে ঘোষণা করেছে রাজ্য সরকার। বাজেটেও সেই ধারা বজায় রাখা হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের মত। জোর দেওয়া হতে পারে কর্মসংস্থানের উপর।
West Bengal Budget 2024 Live Updates: এবার কত হবে পুঞ্জীভূত ঋণ?
২০২১-২২ অর্থবর্ষে পুঞ্জীভূত ঋণ ৫.২৫ লাখ কোটি টাকা ছিল। যা ২০২২-২৩ অর্থবর্ষে পুঞ্জীভূত ঋণের পরিমাণ (সংশোধিত) ৫.৮৬ লাখ কোটি টাকা ধার্য করেছিল রাজ্য সরকার। যা ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে ৬.৪৭ লাখ কোটি টাকা হবে জানানো হয়েছিল। এবার সেই অঙ্কটা কোথায় ঠেকে এবং বাজেটে কী ঘোষণা করেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সেদিকে নজর আছে সংশ্লিষ্ট মহলের।
West Bengal Budget 2024 Live Updates: নয়া কোনও প্রকল্পের ঘোষণা করবে রাজ্য সরকার?
শিয়রেই লোকসভা ভোট। তার আগে কি নয়া কোনও প্রকল্পের ঘোষণা করবে রাজ্য সরকার? অর্থনীতিবিদদের একাংশের মতে, ইচ্ছা থাকলেও সেই নয়া প্রকল্পের জন্য কোথা থেকে অর্থের সংস্থান হবে, সেটাই হল কোটি টাকার প্রশ্ন। একাধিক জনমোহিনী প্রকল্প বরাদ্দ বাড়ানোর মধ্যেই নয়া প্রকল্পের ঘোষণা করার কাজটা অত্যন্ত কঠিন হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। সেই পরিস্থিতিতে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রিমা ভট্টাচার্যরা।
West Bengal Budget 2024 Live Updates: বাজার থেকে কত ঋণ নেবে রাজ্য?
এবার বাজার থেকে নেওয়া ধারের লক্ষ্যমাত্রা কত টাকায় রাখবে রাজ্য সরকার, সেদিকে নজর আছে অর্থনীতিবিদদের। গতবারের বাজেটে (২০২৩-২৪ অর্থবর্ষ) ধারের অঙ্কটা অনেকটা বাড়িয়েছিল রাজ্য সরকার। ২০২২-২৩ অর্থবর্ষের থেকে ৩,০০০ কোটি টাকা বেশি ছিল। এবার বাজেটে সেই অঙ্কটা কত হবে, সেদিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল।
West Bengal Budget 2024 Live Updates: বরাদ্দ বাড়বে অন্যান্য সামাজিক প্রকল্পেও?
লক্ষ্মীর ভান্ডার ছাড়াও পড়ুয়া ক্রেডিট কার্ড থেকে শুরু করে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, কৃষকবন্ধু, রূপশ্রীর মতো একগুচ্ছ সামাজিক প্রকল্প চালায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। লোকসভা ভোটের বছরে সেই প্রকল্পে যে বাজেট কাটছাঁটের কোনও সম্ভাবনা নেই, তা নিয়ে কোনও সন্দেহ নেই সংশ্লিষ্ট মহলের। তবে সেইসব প্রকল্পে বরাদ্দ বাড়ানো হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
West Bengal Budget 2024 Live Updates: লক্ষ্মীর ভান্ডারে বাড়বে ভাতা? ন্যূনতম মিলবে ১,০০ টাকা?
লক্ষ্মীর ভান্ডার হল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অন্যতম প্রধান সামাজিক প্রকল্প। যে প্রকল্পে উপভোক্তার সংখ্যা তিন কোটি ছুঁইছুঁই। আরও বেশি সংখ্যক মহিলাকে সেই প্রকল্পের আওতায় আনার চেষ্টা করছে রাজ্য। সেই পরিস্থিতিতে লোকসভা ভোটের বছরে সেই প্রকল্পে বরাদ্দ বাড়ানো হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। সেইসঙ্গে দেশের বিভিন্ন রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের ধাঁচে প্রকল্প চালু আছে। সেখানে ভাতার পরিমাণ বেশি। এবারের বাজেটে মমতা সরকারও ভাতার অঙ্কটা বাড়ায় কিনা, সেদিকে নজর আছে অর্থনৈতিক মহলের। আপাতত জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসে পান ৫০০ টাকা। আর তফসিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলাদের ১,০০০ টাকা দেওয়া হয়। তবে তাঁদের মাসিক ভাতা বাড়ানোর জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, তা কোথা থেকে আসবে, সেটাই ভাবাচ্ছে অর্থনীতিবিদদের।
West Bengal Budget 2024 Live Updates: লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়বে? বাজেটে প্রচুর চাকরির ঘোষণা?
আজ রাজ্য বিধানসভায় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। টানাটানির সংসারে কীভাবে বরাদ্দ এবং ঘাটতির মধ্যে কীভাবে ভারসাম্য বজায় রাখবেন, সেদিকেই নজর আছে অর্থনৈতিক মহলের। এমনিতেই লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রীর মতো একাধিক সামাজিক প্রকল্পের জন্য রাজ্যকে একটা বড় অঙ্কের টাকা বরাদ্দ করতে হয়। তারইমধ্যে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের মজুরি 'না দেওয়ায়' ২১ লাখ শ্রমিককে নিজেরাই টাকা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। আর সেটার জন্য কমপক্ষে ৩,০০০ কোটি টাকা লাগবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। বিপুল ঋণের বোঝা নিয়ে সেই বাড়তি টাকা কোথা থেকে আসবে, সেটারও উত্তর খুঁজতে হবে অর্থমন্ত্রীকে। তারইমধ্যে এবার রাজ্য বাজেটে আমজনতার জন্য কী কী ঘোষণা করা হচ্ছে, তা দেখে নিন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।