রাজ্যের অন্যতম মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে ফের হিন্দুদের ওপর হামলার অভিযোগ তুলল বিজেপি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপি নেতা অমিত মালব্যর দাবি, গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের নওয়াদায় হিন্দুদের ধর্মস্থান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে লাগাতার হামলা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও তুলেছেন তিনি।
আরও পড়ুন - মুর্শিদাবাদে ২ দিন ধরে বেগালাম চলছে হিন্দুদের মন্দির - সম্পত্তি ভাঙচুর,দাবি BJPর
পড়তে থাকুন - ভুয়ো ভোটার ধরতে বেরিয়েছিলেন দিনকয়েক আগে, সেই TMC নেতার নামই ২ জায়গার তালিকায়
রবিবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে অমিত মালব্য লিখেছেন, ‘বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কয়েক ঘণ্টা আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চরমপন্থী সমর্থকরা মুর্শিদাবাদের নওয়াদার পাতিকাবাড়িতে হিন্দুদের দোকান ও সম্পত্তি ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গত ৪৮ ঘণ্টায় হিন্দু মন্দিরে ভাঙচুরের বেশ কয়েকটি খবর এসেছে।’
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে অমিত মালব্য লিখেছেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানানো উচিত।’
আরও পড়ুন - শুভেন্দুর খাসতালুকে BJPতে ভাঙন, তৃণমূলে যোগদান করলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল