কোচবিহারে আক্রন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, নন্দীগ্রামের বিধায়কের কনভয়ের গাড়িতে ভাঙচুর চালায় কিছু দুষ্কৃতী। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। এদিকে সেই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, তাঁর কনভয়ের একটি গাড়ির কাচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এদিকে ভিডিয়োতে ‘জয় বাংলা’ স্লোগান তুলতে শোনা যায়। (আরও পড়ুন: ট্রাম্পের শুল্ক হুমকির আবহে বাংলাদেশ নিয়ে আমেরিকাকে 'তোপ' ভারতীয় সেনার!)
আরও পড়ুন: লালকেল্লায় ঢোকার চেষ্টা, দিল্লিতে গ্রেফতার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী
উল্লেখ্য, আজ কোচবিহারে এসপি অফিস অভিযানে নামার কথা শুভেন্দু অধিকারীর। তবে সেই কর্মসূচিতে যাওয়ার পথে নিউ কোচবিহার স্টেশন চত্বরে কালো পতাকা নিয়ে জমায়েত করেন তৃণমূল কর্মী সমর্থকরা। পরে বাঁশ, লাঠি, ইট নিয়ে শুভেন্দুর কনভয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। পুলিশকর্মীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করেন। (আরও পড়ুন: বাংলার ৪ বিধানসভা আসনের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না, কী করবে নির্বাচন কমিশন?)
জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী যে খাগড়াবাড়ির রাস্তা দিয়ে যাবেন, তা আগে থেকেই ঠিক করা ছিল। এই আবহে সেই রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল আগে থেকেই। তবে বেলা গড়াতেই সেই এলাকায় জড়ো হতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। শুভেন্দুর কনভয় সেই এলাকায় পৌঁছালেই হামলা শুরু হয় বলে অভিযোগ। এদিকে এই ঘটনায় পুলিশের দিকেও আঙুল তুলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, 'কোচবিহারে তৃণমূল কংগ্রেসের তরফে বিভিন্ন ভাবে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। পুলিশের সাহায্য নিয়ে হেনস্থার চেষ্টা চলেছে। গাড়ির ওপর হামলা করা হয়েছে।' এদিকে এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ আবার বলেছেন, 'যাঁরা বাংলা ভাষাকে অপমান করে, তাঁদের নিস্তার নেই। তাঁদের মানুষ কালো পতাকাই দেখাবে। তাঁরা যেখানে ভাবে, সেখানেই আমাদের কর্মীদের তরফে বিক্ষোভ দেখানো হবে।'