Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী ‘রাষ্ট্রবিরোধী’, রাজ্য সঙ্গীত চালু করা প্রসঙ্গে তোপ শুভেন্দুর
1 মিনিটে পড়ুন Updated: 05 Dec 2023, 06:32 PM ISTChiranjib Paul
এনসিআরবি রিপোর্টে পশ্চিমবঙ্গে অপরাধ কম হয় বলা হয়েছে। শিল্পমন্ত্রী শশী পাঁজা এই তথ্যকে তুলে ধরেন সোমবার। এই প্রসঙ্গে শুভেন্দু পাল্টা প্রশ্ন তুলে বলেন, ‘আমি থিওরিতে বিশ্বাসী নই, বিশ্বাস করি বাস্তবকে।’
শুভেন্দু অধিকারী
মঙ্গলবার হাওড়াতে দলীয় কর্মসূচিতে এসে রাজ্য সঙ্গীত চালু করার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে ' রাষ্ট্রবিরোধী' বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবারই বিধানসভায় একটি অনুষ্ঠানে রাজ্য সঙ্গীত গেয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে এই গান গাইলে উঠে দাঁড়ানোর কথা বলেছেন তিনি। একে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা।
তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর ১৩৫ কোটি দেশবাসীর জন্য জাতীয় সংগীত লিখে গেছেন, যা আমরা গাই। আর উনি পাকিস্তানে ভারত এয়ার স্ট্রাইক করলে তার প্রমাণ চান। রাজ্যে সেনাবাহিনী মহড়া করলে নবান্নে বসে বলেন আমার রাজ্য দখল করে নিচ্ছে। ওনার কাজে এটা প্রমাণিত উনি 'রাষ্ট্রবিরোধী'।’
এনসিআরবি রিপোর্টে পশ্চিমবঙ্গে অপরাধ কম হয় বলা হয়েছে। শিল্পমন্ত্রী শশী পাঁজা এই তথ্যকে তুলে ধরেন সোমবার। এই প্রসঙ্গে শুভেন্দু পাল্টা প্রশ্ন তুলে বলেন, 'আমি থিওরিতে বিশ্বাসী নই, বিশ্বাস করি বাস্তবকে। ২০২১ এর নির্বাচন হওয়ার পর এক লক্ষ হিন্দুকে কেন ঘর ছাড়া হতে হয়েছিল, কেন মানস সাহা সহ ৫৭ জন বিজেপি কর্মীর হত্যা হয়েছিল কেন? পঞ্চায়েত নির্বাচনে ৫৫ জনের ।মৃত্যু হয়েছে কেন? যেখানে দেশে ৫ টি রাজ্যে বিধানসভা নির্বাচন সম্পন্ন হলেও কারোর মাথাও ফাটে নি, সেখানে এই রাজ্যে নির্বাচনে এত হিংসা কেন জানতে চাই।'
এছাড়াও বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট প্রসঙ্গেও মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে। আমি ওই জোটের নেতাদের বলবো গয়াতে গিয়ে পিন্ডি দেওয়ার কাজটা শেষ করে আসুন'।
তিনি আরো বলেন,' আমরা বলছি মমতা চোর। রাজ্যে ও কেন্দ্রে মন্ত্রিসভার গঠন কাদের নিয়ে হবে সেটা সেই রাজ্যের বা কেন্দ্রের সাংবিধানিক প্রধান ঠিক করেন। এখানে রাজ্যপাল হস্তক্ষেপ করতে পারেন না। রাজ্যে যে চুরি ও দুর্নীতি হয়েছে তার দায় মুখ্যমন্ত্রীকেও নিতে হবে। এটা বাবা সাহেব আম্বেদকর সাহেব সংবিধানে লিখে গেছেন। তাই মমতার মন্ত্রিসভা বলে ক্ষীর খাবো আর তার মন্ত্রীদের অধীনে থাকা দফতরে দুর্নীতি হলে তার দায় নেব না বলে এক যাত্রায় পৃথক ফল হয় না।’