কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রস্তাব করে শনিবার নতুন আলোচনার সূত্রপাত ঘটিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। বলেছেন, তেমন কিছু হলে আমি সবার আগে লাইনে দাঁড়িয়ে ভোট দেব।অধীরবাবুর প্রস্তাব নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, তৃণমূলের শাসনে রাজ্যের যা ক্ষতি হয়েছে তাতে তারা বাদ দিয়ে যে কেউ মুখ্যমন্ত্রী হলে রাজ্যের উপকার হবে। বিচারপতিদের প্রতি মানুষের আস্থা থাকবে এটাই স্বাভাবিক। বিশেষ করে চাকরিপ্রার্থীদের তাঁদের প্রতি একটা আস্থা তৈরি হয়েছে।শনিবার মুর্শিদাবাদ সফরে গিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেদিনই বহরমপুরে সাংবাদিক বৈঠক করে অধীরবাবু বলেন, ‘আমরা চাইব আগামী দিনে এই বাংলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক। কারণ মানুষ তাঁকে বিশ্বাস করছে। ভরসা করছে। এই সমস্ত ব্যক্তিত্বকে রাজনীতির ময়দানে এনে তাদের রাজ্য পরিচালনার দায়িত্ব দেওয়া হলে একটা নতুন দিগন্ত তৈরি হবে। অধীরবাবু বলেন, ‘অভিজিৎবাবুকে রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে নির্বাচন হলে ভোট দিতে আমি সবার আগে লাইনে দাঁড়াব'। এব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন বিচারপতি।