একটি বা ১০ টি নয়, উদ্ধার হল ৮০ টি গোখরো! চমকে যাওয়ারই কথা। একটি বাড়ি থেকে একসঙ্গে এতগুলি সাপ উদ্ধার হওয়ায় কার্যত চক্ষু চড়কগাছ গৃহকর্তা, এলাকাবাসী থেকে শুরু করে বনদফতরের কর্মীদের। আউশগ্রামের ছোড়াকলোনির একটি বাড়ি থেকে এই সাপগুলি উদ্ধার হয়েছে। উদ্ধারের পর সাপগুলি নিয়ে গিয়েছে বনদফতর। পর্যবেক্ষণের পর সেগুলি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।ওই বাড়ির কর্তা রবীন বিশ্বাস জানান, তিনি সম্প্রতি বাড়িতে তিনটি বিষাক্ত গোখরো সাপ দেখতে পেয়েছিলেন। এরপরে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। অবশেষে তার বাড়িতে সাপ উদ্ধার করতে আসেন বন কর্মীরা। কিন্তু, তিনটি সাপ উদ্ধার করতে গিয়ে বেরিয়ে আসে একের পর এক ৮০ টি সাপ। যা দেখে বিস্মিত সকলেই। বন কর্মীরা জানিয়েছেন, অনেকদিন আগেই বাড়িতে বাসা বেঁধেছিল সাপ। বংশবিস্তারের পরে সেখানে সাপের সংখ্যা বেড়ে ৮০ টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বাড়ির বাসিন্দাদের পাশাপাশি এলাকায় ব্যাপক সাপের আকঙ্ক ছড়িয়েছে। গোখরা সাপ যে এত তাড়াতাড়ি বংশবিস্তার করবে তা ভাবতেও পারেননি গৃহকর্তা। বনদফতর সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে দুদিন ধরে চলেছে সাপ উদ্ধার। প্রথমে গত বৃহস্পতিবার বেশ কয়েকটি সাপ উদ্ধার করা হয়। পরে গতকাল ওই বাড়ি থেকে বাকি সাপগুলি উদ্ধার করা হয়। উদ্ধার কাজের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রামনগর পঞ্চায়েতের সদস্যরা। সাপ দেখতে সেখানে ভিড় করেন বহু মানুষ। যে তিনটি পূর্ণ বয়স্ক সাপ ঢুকেছিল তা থেকেই ডিম ফুটে এতগুলি সাপের জন্ম বলে অনুমান। প্রসঙ্গত, গরম পড়তেই বিভিন্ন এলাকায় বিশেষ করে প্রত্যন্ত এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। ইতিমধ্যেই সাপের কামড় বহু মানুষের মৃত্যু হয়েছে। ফলে একটি বাড়ি থেকে এতগুলি সাপ উদ্ধার হওয়ায় গ্রামবাসীরা সকলেই আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদের আশঙ্কা এলাকায় হয়তো আরও সাপ থাকতে পারে।