বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Trains cancelled for Bankura accident: বাঁকুড়ায় দুর্ঘটনায় জন্য বাতিল একগুচ্ছ এক্সপ্রেস ও মেমু, কোন ট্রেন ঘুরপথে যাবে?
পরবর্তী খবর
Trains cancelled for Bankura accident: বাঁকুড়ায় দুর্ঘটনায় জন্য বাতিল একগুচ্ছ এক্সপ্রেস ও মেমু, কোন ট্রেন ঘুরপথে যাবে?
1 মিনিটে পড়ুন Updated: 25 Jun 2023, 08:59 AM ISTAyan Das
Trains cancelled for Bankura accident: বাঁকুড়ার ওন্দায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। তার জেরে একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হল। পুরুলিয়া-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেসের মতো ট্রেন।
Ad
বাঁকুড়ায় ট্রেন দুর্ঘটনা
বাঁকুড়ার ওন্দায় দুই মালগাড়ির ভয়াবহ দুর্ঘটনার জেরে ব্যাহত হল ট্রেন পরিষেবা। দক্ষিণ-পূর্ব রেলওয়ের অন্তর্গত খড়্গপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানিয়েছেন, দুর্ঘটনার জেরে ১১টি এক্সপ্রেস এবং মেমু প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। যে ট্রেনগুলি বিভিন্ন প্রান্তিক স্টেশন থেকে আজ ছাড়ার কথা ছিল। সেইসঙ্গে দুটি দূরপাল্লার ট্রেনের (আনন্দ বিহার টার্মিনাল-পুরী নন্দনকানন এক্সপ্রেস এবং পোরবন্দর-সাঁতরাগাছি কবিগুরু সুপারফাস্ট এক্সপ্রেস) যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।