এবার রামনবমীর অশান্তির ঘটনায় এবার নয়া মোড়। রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলের কাছে নোটিশ পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন। হাওড়া পুলিশের কাছেও এই নোটিশ পাঠানো হয়েছে। রামনবমীর শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। সেই মোতাবেক নালিশ করা হয়েছিল মানবাধিকার কমিশনের কাছেও। তারই পরিপ্রেক্ষিতে এবার রাজ্য পুলিশের ডিজি ও হাওড়া পুলিশ কমিশনারের কাছে নোটিশ পাঠানো হল। সেক্ষেত্রে এবার রাজ্য পুলিশ এনিয়ে কী জবাব দেয় সেটাই এখন দেখার।গত ৩০ মার্চ। হাওড়ার শিবপুরে রামনবমীর মিছিল বেরিয়েছিল। আর সেই মিছিলের উপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এনিয়ে চাপানউতোর একেবারে তুঙ্গে ওঠে। এনিয়ে কেন্দ্রীয় সংস্থাকে গিয়ে তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই শুনানি চলাকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছিলেন, এই ঘটনায় হাওড়া সিটি পুলিশের তরফে যে রিপোর্ট আদালতে জমা পড়েছে তাতে স্পষ্ট যে ব্যাপক অশান্তি হয়েছিল। প্রতি বছর একই ঘটনা হলেও তার রুখতে ব্যর্থ পুলিশ।এদিকে রাজ্য সরকারের তরফে আইনজীবী জানিয়েছিলেন, হকি স্টিক, তলোয়ার, আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছিল এই রাম নবমীর মিছিলে।তবে রাম নবমীর ঘটনার পর থেকেই কার্যত আরও সতর্ক হয়ে গিয়েছে পুলিশ। আগামী দিনে সেই অশান্তির ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেটা দেখা হচ্ছে। সেকারণে এবার ইদের আগে বাড়তি নজরদারি রাখা হচছে। বিভিন্ন জায়গায় চলছে টহলদারি। ড্রোন দিয়েও নজরদারি চলছে পুরোদমে।শিবপুর এলাকায় চালানো হচ্ছে ড্রোন দিয়ে নজরদারি। মূলত পালটা যাতে কোনও অশান্তি না হয় সেটাই দেখা হচ্ছে। বিভিন্ন এলাকায় পুলিশ অত্যন্ত সতর্কভাবে নজর রাখছে।এদিকে রামনবমীর মিছিলে একাধিক বহুতল থেকে ইট ছোড়া হয়েছিল বলে অভিযোগ। সেকারণে ড্রোনের মাধ্যমে দেখা হচছে বহুতলের ছাদে কিছু মজুত রাখা হয়েছে কি না। মূলত আড়াল থেকে যাতে কোনও অশান্তি পাকানো না হয় সেটা দেখা হচ্ছে।