রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ্য ভাতা দিতে হবে কেন্দ্রীয় সরকারকেই। কারণ, রাজ্যের সরকারি কর্মচারীরা জিএসটি-সহ বিভিন্ন কর কেন্দ্রের হাতে তুলে দেন। শুক্রবার এরকমই আজব দাবি করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহারের পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। রবিবাবুর মন্তব্যকে বিজেপির কটাক্ষ, ‘ওনার মাথা খারাপ হয়ে গিয়েছে।’এদিন কোচবিহার পুরসভায় নিজের দফতরে এক সাংবাদিক বৈঠকে রবিবাবু বলেন, ‘রাজ্য সরকারি কর্মীরা জিএসটি - সেস সহ বিভিন্ন কর আদায় করে কেন্দ্রের হাতে নিয়ে যায়। সেই টাকা দিয়ে কেন্দ্রীয় সরকার শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA দেবে কেন? আমার মনে হয় রাজ্য সরকারি কর্মচারীদেরও কেন্দ্রীয় সরকারেরই সেই টাকা থেকে ডিএ দেওয়া উচিত। দেশের ২৯টি রাজ্যে কেন্দ্রীয় কর্মচারীদের সমহারে রাজ্যের কর্মচারীদেরও ডিএ দিতে হবে কেন্দ্রীয় সরকারকেই। নইলে রাজ্য সরকারি কর্মচারীদের কর আদায় করে কেন্দ্রের হাতে তুলে দেওয়া উচিত নয়।’এই নিয়ে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ বলেন, ‘রবিবাবু রাজ্য সরকারি কর্মচারীদের বিভ্রান্ত করছেন। ওনার নেত্রীই ক্ষমতায় আসার আগে বলেছিলেন, যে সরকার ডিএ দিতে পারে না তার এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই। আর এখন আদালতের নির্দেশের পরেও তিনি ডিএ দিচ্ছেন না। রবিবাবু এতদিন মন্ত্রী ছিলেন। উনি কি যুক্তরাষ্ট্রীয় কাঠামো জানেন না? কেন্দ্র রাজ্য থেকে যে কর আদায় করে তার একাংশ রাজ্যকে ফেরত দেয়। জিএসটির সমান ভাগ পায় কেন্দ্র ও রাজ্য। সেই টাকা দিয়ে ওনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলা - মেলা - উৎসব – কার্নিভাল করেন। রবিবাবুর যে বয়স হয়েছে বোঝা যাচ্ছে।’