বাংলা থেকে মাঝেমধ্যেই গাড়ি চুরির অভিযোগ ওঠে। কিন্তু সেই চোরাই গাড়ি যায় কোথায়? এনিয়ে এর আগেও একাধিক গাড়ি চুরি চক্রের হদিশ পেয়েছিল পুলিশ। তবে এবার একেবারে ভিনরাজ্যে গিয়ে অভিযান চালালো রাজ্য পুলিশ পুলিশ। আর তাতেই বিরাট গাড়ি চক্রের পর্দাফাঁস।
সামাজিক মাধ্যমে রাজ্য পুলিশের সেই সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। রাজ্য পুলিশের তরফে গোটা অভিযান ও উদ্ধার হওয়া গাড়িগুলির ছবিও পোস্ট করা হয়েছে।
রাজ্য পুলিশ সামাজিক মাধ্যমে লিখেছে, '৬ চোরাই গাড়ি উদ্ধার ঝাড়খণ্ড থেকে, গ্রেফতার ২।
গত কয়েকদিন ধরে বেশ কিছু গাড়ি চুরির অভিযোগ আসছিল। ব্যারাকপুর এবং বিধাননগর অঞ্চল থেকে। গোপন সূত্রে খবর পেয়ে ঘোলা থানা অভিযান চালায় এবং একজন ব্যক্তিকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে হদিস মেলে পুরো চক্রের। ব্যারাকপুর এবং বিধাননগর পুলিশের পক্ষ থেকে একটা যৌথ টিম গঠন করা হয় এবং ঝাড়খণ্ডে রেইড করে ছ'টি গাড়ি উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয়েছে দু'জনকে। চক্রের বাকিদের খোঁজ চলছে।'
প্রথমে ঘোলা থানা এনিয়ে অভিযান চালিয়েছিল। একজনকে গ্রেফতার করা হয়। এরপর পুলিশ ভিনরাজ্যে অভিযানে নামে। আর তাতেই মেলে সাফল্য।