স্ত্রীর সঙ্গে শিক্ষকের বিবাহ বহির্ভূত সম্পর্ক। তার জেরে যুবকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলেন স্ত্রী। আর তারপরেই বদলে গিয়েছিল পেশায় রাজমিস্ত্রি ওই যুবকের জীবন। শিক্ষক পেশার প্রতি এতটাই ঘৃণা জন্মেছিল যে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে স্কুলে চুরির সিদ্ধান্ত নিয়েছিলেন। তা থেকেই একের পর এক স্কুলে চুরি করতে থাকেন ওই যুবক। এভাবেই সব মিলিয়ে একশোর বেশি স্কুলে চুরি করেছেন তিনি। সম্প্রতি ঝাড়গ্রামের দুটি স্কুলের চুরির ঘটনায় ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এমনই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে পুলিশ। (আরও পড়ুন: ভারতে টেসলা-স্টারলিংক আসা নিয়ে জল্পনা, এরই মাঝে মাস্কের সঙ্গে আজ কথা বললেন মোদী)
আরও পড়ুন: চোর ধরতে গিয়ে বিচারকের খোঁজ যোগী রাজ্যের পুলিশের, কেন বিভ্রান্তি?
সূত্রের খবর, ধৃত যুবকের নাম দিলীপ দাস। তিনি পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা। জানা গিয়েছে, প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেন দিলীপ। তবে শিক্ষকের সঙ্গে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বিবাহ বিচ্ছেদের কথা তিনি ভুলতে পারেননি। সেই কারণেই তিনি স্কুলে চুরি করে বেড়ান বলে তদন্তকারীদের জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, এমনকী পড়শি রাজ্যের একাধিক স্কুলেও চুরি করেছেন দিলীপ। শুধু তাই নয়, শিক্ষকদের প্রতি তাঁর এতটাই ঘৃণা জন্মেছিল যে সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষক-অশিক্ষক কর্মীদের চাকরি বাতিলের খবরে বেজায় আনন্দ পেয়েছিলেন তিনি। ওই দিন মদ খেয়ে সারারাত নেচেছিলেন দিলীপ। (আরও পড়ুন: 'ওয়াকফ তো অজুহাত মাত্র, উদ্দেশ্য কাফেরদের নির্মূল করা', বিস্ফোরক BJP MLA)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অধিকাংশ স্কুলেই সাধারণত নিরাপত্তারক্ষী থাকে না। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দিলীপ চুরির অপারেশন চালাতেন। রবিবার স্কুল ছুটি থাকায় শনিবার তিনি চুরি করতেন। আর স্কুলে সিসিটিভি থাকলে হার্ডডিস্ক খুলে জলাশয়ে ফেলে দিতেন। (আরও পড়ুন: ঘরছাড়ারা ফিরেছে, দাবি কল্যাণের, মুর্শিদাবাদে ওয়াকফ হিংসা নিয়ে বড় নির্দেশ HC-র)
জানা গিয়েছে, গত ২১ মার্চ লালগড় সারদামণি বালিকা বিদ্যালয় ও ৩০ মার্চ লালগড় থানার রামগড় মোক্ষদা সুন্দরী হাই স্কুলে চুরির ঘটনা ঘটেছিল। দুটি ক্ষেত্রে দরজা ভেঙে নগদ টাকা চুরি করা হয়েছিল। জানা যায়, বুধবার রাতে লালগড় থানার কাঁটাপাহাড়ি স্বাস্থ্যকেন্দ্রের পাশ থেকে পুলিশের হাতে গ্রেফতার হন দিলীপ। পরে পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে চুরির বিষয়ে জানানো হয়। বৃহস্পতিবার ধৃতকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।