বার্লো গার্লস হাই স্কুল একটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল। এই স্কুলে ইংরেজি মাধ্যম রয়েছে। কিন্তু, ইংরেজির শিক্ষক না থাকায় সমস্যায় পড়েছে পড়ুয়ারা। স্কুলের প্রধান শিক্ষিকার দাবি, এর আগে তিনি বিষয়টি শিক্ষা দফতরকে জানিয়েছেন। জেলা স্কুল পরিদর্শক সেই সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন।
অভিভাবকদের বিক্ষোভ। নিজস্ব ছবি।
নামেই ইংরেজি মাধ্যম স্কুল। অথচ, ইংরেজি পঠন-পাঠনের কোনও শিক্ষিকা নেই। ফলে বাংলা মাধ্যমেই পড়তে হচ্ছে ছাত্রীদের। এমনই অবস্থা মালদহের ঐতিহ্যবাহী বার্লো গার্লস হাইস্কুলে ইংরেজি মাধ্যমের। এই অবস্থায় মেয়েদের ওই স্কুলে ভর্তি করিয়ে মাথায় হাত অভিভাবকদের। এর প্রতিবাদে বুধবার মালদহের মিশন রোড় এলাকায় অবস্থিত বার্লো গার্লস হাইস্কুলে তুমুল বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ইংরেজ বাজার থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বার্লো গার্লস হাই স্কুল একটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল। এই স্কুলে ইংরেজি মাধ্যম রয়েছে। কিন্তু, ইংরেজির শিক্ষক না থাকায় সমস্যায় পড়েছে পড়ুয়ারা। স্কুলের প্রধান শিক্ষিকার দাবি, এর আগে তিনি বিষয়টি শিক্ষা দফতরকে জানিয়েছেন। জেলা স্কুল পরিদর্শক সেই সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন। কিন্তু, তারপরে স্কুলে ইংরেজি শিক্ষক না থাকায় ক্ষুব্ধ অভিভাবকরা।
স্কুল সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে ওই স্কুলে ইংরেজি মাধ্যম চালু হয়। কিন্তু ৫ বছর পেরিয়ে যাওয়ার পরেও এখনও সেখানে ইংরেজি মাধ্যমের কোনও শিক্ষক নিয়োগ হয়নি। ফলে ইংরেজি মাধ্যমে ভর্তি হওয়া সত্ত্বেও ছাত্রীদের বাংলা মাধ্যমেই পড়ানো হচ্ছে। মূলত সেই অভিযোগ তুলে বুধবার বিক্ষোভ করেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, গত কয়েক মাস ধরে তাঁরা বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু সেই সমস্যার পরেও কোনও সমাধান হয়নি। ফলে পড়ুয়ারা বাংলা মাধ্যমেই ক্লাস করছে।