Loading...
বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > North Bengal Durga Puja Tours: ৪ দিনেই উত্তরবঙ্গের মায়াবী ট্যুর, আছে অফবিট জায়গা- কীভাবে ঘুরবেন? রইল প্ল্যানিং
পরবর্তী খবর

North Bengal Durga Puja Tours: ৪ দিনেই উত্তরবঙ্গের মায়াবী ট্যুর, আছে অফবিট জায়গা- কীভাবে ঘুরবেন? রইল প্ল্যানিং

North Bengal Tour Durgs: উত্তরবঙ্গের পাহাড়ে হারিয়ে যেতে কার না ভালো লাগে। কিন্তু মাত্র চার-পাঁচদিনে উত্তরবঙ্গে ঘোরা কি সম্ভব? একদম, সেটা সম্ভব। সঙ্গে অফবিট জায়গাও ঘুরে দেখতে পারবেন। আর সেই ট্যুরের পুরো প্ল্যানিং সাজিয়ে দিলেন সানিয়া ধর।

উত্তরবঙ্গে হারিয়ে যেতে তৈরি তো? (ছবি সৌজন্যে সানিয়া ধর)

উত্তরবঙ্গের পাহাড়ি হাওয়া, পাহাড়ের মাটির গন্ধ, পাহাড়ি রাস্তার বাঁক - কার না সেই মায়াবী দুনিয়ায় হারিয়ে যেতে ইচ্ছা করে? সম্ভবত এমন কোনও বাঙালি নেই, যিনি সেই টান অনুভব করেন না। কিন্তু সময়ের অভাব হয়ত অনেককেই আজও ছবি, ভিডিয়োর আড়ালে সেই মায়াবী পাহাড়ের রূপ দেখে সন্তুষ্ট থাকতে হয়েছে। এখনও পাড়ি দেননি সেই পথে। তবে স্বপ্নের পাহাড়ের সঙ্গে দেখা করতে যে লম্বা একটা ছুটি লাগবে, সেটা মোটেও নয়। বরং দার্জিলিং ও ঘুমে চুটিয়ে মজা করে লামাহাটার পাইন বন, মিরিকের লেক, গোপালধারা ও পেশকের চা-বাগানেও ঘুরতে মেরেকেটে চার রাতের বেশি লাগবে না।

অর্থাৎ ব্যাগপত্তর গুছিয়ে বুধবার উত্তরবঙ্গগামী ট্রেন ধরে ফেললেই কেল্লাফতে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারের সঙ্গে রবিবার জুড়ে নিয়ে অনায়াসে চঞ্চল মনটাকে এক স্নিগ্ধ, শান্ত, নিরিবিলি পরিবেশে, সবুজের আবেশে মিশিয়ে দিতে পারবেন। মনে হবে যে এই মেঘের আনাগোনা চলতে থাকুক। শুধু থেমে যাক সময়। কীভাবে ট্যুর প্ল্যানিং করবেন, রইল সেই সংক্রান্ত যাবতীয় তথ্য। তবে আগে দেখে নিন যে চার বা পাঁচদিনের ট্যুরে কোথায় কোথায় ঘুরবেন?

আরও পড়ুন: Offbeat Darjeeling Puja Tour: ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, পাহাড়ি ঝর্ণা, সব পাবেন কোলাখামে, ঘুরে আসুন এবার পুজোয়

কুয়াশামাখা ঘুম স্টেশনকে কেন্দ্রবিন্দু ধরে এগোলে খুব সহজে মনে একটা ট্যুর প্ল্যানিং গেঁথে নিতে পারবেন। ঘুমের উত্তরে আছে দার্জিলিং। দক্ষিণে আছে সোনাদা এবং কার্শিয়াং। আরও দক্ষিণে শিলিগুড়ি আছে। পশ্চিমে আছে লেপচাজগৎ, শুখিয়া এবং সীমানা। দক্ষিণ-পশ্চিমে মিরিক এবং তাবাকোষি। আর পূর্বে আছে পাইনে মোড়া লামাহাটা, তাগদা, তিঞ্চুলে, রঙ্গারুণ এবং, দাওয়াইপানি।

গোপালধারা চা বাগান, মিরিক, মিরিক লেক, সীমানা ভিউ পয়েন্ট, ঘুম স্টেশন, ঘুম মনাস্ট্রি, দার্জিলিং, আশপাশের পয়েন্ট, লামাহাটা, রঙ্গারুণ বা দাওয়াইপানি বা তাগদা, তিঞ্চুলে, পেশকের চা বাগান, তিস্তা বাজার, সেবক। এবার দেখে নিন যে কীভাবে আপনার পুরো ট্যুর সাজাবেন।

বিরিক দ্বারার মায়াবী রাস্তা। (ছবি সৌজন্যে সানিয়া ধর)

প্রথম থেকে তৃতীয় দিন

মিরিকের সাজানো পথ ধরে শিলিগুড়ি থেকে সোজা সীমানায় চলে যান। নেপাল সীমান্তে একটা রাত কাটিয়ে নিয়ে পরদিন সকাল-সকাল দার্জিলিঙে চলে আসুন। মোহময়ী লেপচাজগৎ, ঘুম স্টেশন পেরিয়ে চলে আসবেন 'পাহাড়ের রানি'-র কাছে। মনাস্ট্রি, পিস প্যাগোডা থেকে ম্যালে চলে আসুন। কিছুটা হয়ত ভিড় হবে। কিন্তু দার্জিলিঙে এসে ম্যালে সময় একপাক ঘুরে না গেলে মনটা কেমন-কেমন করবে। তাই ম্যালে হেঁটে ঘুরে-টুরে ডিনার সেরে নিন।

যদি ‘পাহাড়ের রানি’-র জন্য একটা বাড়তি দিন রাখতে চান, তাহলে তো সোনায় সোহাগা। সীমানা থেকে দার্জিলিঙে পৌঁছে টুকিটাকি কেনাকাটি সেরে রাখতে পারেন। তারপর ম্যালের পিছনে পায়ে হেঁটে ঘুরে বেড়ান। সন্ধ্যে নামার আগে পর্যন্ত সেখানেই থাকতে পারেন। মনটা একেবারে ভালো হয়ে যাবে। তারপর ডিনার সেরে হোটেলে ফিরে একটা লম্বা ঘুম দিতে পারবেন। তবে টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার মাথায় সূর্যকে উঠে দাঁড়ানোর দৃশ্য দেখার প্ল্যান থাকলে অ্যালার্মটা জলদি দিয়ে রাখতে হবে।

যদি সেই প্ল্যান না থাকে তাহলে সকালের ঘুমটা ভাঙবে পাখির কিচির-মিচিরে। সেই মুহূর্তটা এতটাই মায়াবী লাগে যে মনে হবে আপনার ঘুমটা ভাঙানোর জন্যই পাখিরা যেন ডাকতে শুরু করেছে। আর সেই মায়াবী পরিবেশে ঘুমটা ভাঙার পর রেডি হয়ে পুরো দিনটা দার্জিলিঙে কাটান। পিস প্যাগোডা, রক গার্ডেন, ঘুম মনাস্ট্রি, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের মতো লোকাল সাইটি-সিয়িং সেরে ফেলুন। বিকেলে সোনালি আভা পাহাড়ের পশ্চিম দিগন্তে মিশে যাওয়ার আগেই আবারও ফিরে আসুন ম্যালের রাস্তায়। পড়ন্ত বিকেলে পাখিদের ডাক, লাইভ গান-বাজনা, গল্প গুজবের মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে তৃতীয় দিন (যদি দার্জিলিঙে একদিন থাকেন, তাহলে দ্বিতীয় দিন)।

চতুর্থ ও পঞ্চম দিন

এবার ঘুমের পূর্বদিকে রওনা দিন। পথে বিখ্যাত পার্ক লামাহাটায় নামতে ভুলবেন না। তাছাড়া রঙ্গারুণ, দাওয়াইপানি, তাগদা অথবা তিঞ্চুলে যেতে পারেন। প্রথম দুটি জায়গা এখনও বেশ অফবিটই আছে। তবে তাতে ঘাবড় যাবেন না। কারণ পাহাড়ে যত ভিতরে যাবেন, তত পাহাড়ি সৌন্দর্যে মুগ্ধ হবেন। পাহাড় যেন নিজের আরও কাছে টেনে নেবে। পাহাড় যেন আরও নিজের রূপ উন্মুক্ত করে দেবে। সেরকম মোহময়ী পরিবেশে হোম স্টে'তে থেকে প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ডে পাহাড়ের নির্জনতাকে উপভোগ করতে পারবেন। তাই এই চারটি জায়গার মধ্যে এবার একটি জায়গা ‘মাস্ট’। নিজের পছন্দ মতো ডেস্টিনেশনে সেটা রঙ্গারুণ বা দাওয়াইপানি বা তাগদা বা তিঞ্চুল হোক) পৌঁছে সারাদিন গ্রামে হেঁটে বেড়ান। আর সন্ধ্যায় ঝিঁঝিঁপোকার ডাকের সঙ্গে গরম-গরম স্ন্যাক্স-সহ আড্ডা জমে যাবে।

সিটং। (ছবি সৌজন্যে সানিয়া ধর)

কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসবে, তা বুঝতেও পারবেন না। কিন্তু দূর পাহাড়ের আলো এবং আকাশের তারা-গ্রহ মিলেমিশে একাকার হয়ে রাত বাড়বে, তত ফেরার দিন এগিয়ে আসবে। তাতে মনটা হু-হু করলেও পরদিন তিস্তাবাজার হয়ে সেবকের সবুজ জঙ্গল পেরিয়ে যখন ফেরার পথ ধরবেন, তখন হৃদয়ের এককোণায় পাহাড়ের নামটা চিরকালের মতো খোদাই হয়ে যাবে। যে প্রেমে হাবুডুবু খেতে-খেতে ট্রেনের অপেক্ষা করতে থাকবেন। সঙ্গে প্রতিজ্ঞা করে যাবেন যে আমারও ফিরে আসবেন পাহাড়ের কোলে।

(লেখক পরিচিতি: 'পাহাড় পাহাড় শুধু পাহাড়'- এটাই জীবনের মূলমন্ত্র সানিয়া ধরের। তাঁর মতাদর্শ খুব সহজ, ‘এমনভাবে বাঁচতে হবে, যাতে নিজেই নিজের জীবনের প্রেমে পড়ে যাওয়া যায়।’ আর ঠিক সেটাই করেন তিনি।)

আরও পড়ুন: Kalimpong Puja Tour: রেলি নদীর উপর ঝুলন্ত ব্রিজ, নির্জনতায় মোড়া কালিম্পংয়ের সুন্দরী গ্রাম, রইল ঠিকানা

Latest News

উদ্দাম গতিতে ফিরবে হারানো দাম্পত্যসুখ! দেওয়াল, বিছানার চাদর বা জিনিসে থাক এই রং 'অপমান করবেন না…', ভুল রবীন্দ্রসঙ্গীত গাওয়া নিয়ে দেবিনাকে তুলোধনা নেটিজেনদের জগদ্দলে TMC কর্মী খুনে অভিযুক্তের পচাগলা দেহ উদ্ধার, বদলা নিতেই কি মার্ডার? চলছে করমর্দন বিতর্ক! পাক ম্যাচের আগে শাহিনদের প্রসঙ্গ আসতেই সূর্যকুমার বললেন… কলকাতা স্টেশনে ১২ দিনের নকল ট্রেনিং, রেলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ৩ SIR হলে নেপালের মতো পরিস্থিতি তৈরি হবে ভারতে, হুঁশিয়ারি মমতা ঠাকুরের বিজ্ঞাপনের শ্যুটিং করতে গিয়ে আহত জুনিয়র এনটিআর, এখন কেমন আছেন? ফের উত্তপ্ত উপত্যকা! উধমপুরের জঙ্গিদের সঙ্গে তুমুল সংঘর্ষ, শহিদ জওয়ান 'আগামিকালই ফিরে আসুন!' H-1B নিয়ে ট্রাম্পের কোপে হোল্ডাররা, কী বলল মাইক্রোসফট? শত্রুও আটকাতে পারবে না প্রোমোশন! অফিস ডেস্কে রাখুন ৩ জিনিস, জানাচ্ছে ফেং শুই

Latest bengal News in Bangla

জগদ্দলে TMC কর্মী খুনে অভিযুক্তের পচাগলা দেহ উদ্ধার, বদলা নিতেই কি মার্ডার? কলকাতা স্টেশনে ১২ দিনের নকল ট্রেনিং, রেলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ৩ SIR হলে নেপালের মতো পরিস্থিতি তৈরি হবে ভারতে, হুঁশিয়ারি মমতা ঠাকুরের রামপুরহাটে নিহত ছাত্রীর বাড়িতে অধীর, আশিস, হাত-পা এখনও মেলেনি, CBI তদন্তের দাবি পথকুকুরে বিরক্ত প্রতিবেশীরা, খাওয়াতে গিয়ে আক্রান্ত বেলঘরিয়ার দম্পতি, চাঞ্চল্য কুড়মি আন্দোলনে ব্যাহত রেল পরিষেবা, একাধিক ট্রেন বাতিল, নিয়ন্ত্রিত বন্দে ভারত জেলায় পুজোতেও আঁটসাঁট নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণে মোতায়েন হবে অতিরিক্ত পুলিশ রাজ্যের ভোটকর্মীদের এক ছাতার তলায় আনতে উদ্যোগ কমিশনের, চালু নয়া পোর্টাল মহালয়া ২০২৫ আগে আজ থেকে গ্রিন লাইনে বাড়তি মেট্রো! কত মিনিট অন্তর মিলবে? সন্তোষ মিত্র স্কোয়ারকে বারবার চিঠি, ক্ষুব্ধ BJP কাউন্সিলর, পুলিশ কমিশনার বললেন…

IPL 2025 News in Bangla

৮৬ দিন পর মৌনতা ভাঙল RCB! চিন্নাস্বামীতে পদপিষ্ট-কাণ্ডে নিহতদের জন্য বড় ঘোষণা বিতর্কে কোহলির ভিডিয়ো! IPL 2025 জয়ের পরে RCB শোভাযাত্রার দুর্ঘটনায় নতুন মোড় গোপন থাকল না রিপোর্ট, বেঙ্গালুরুতে পদপিষ্ট কাণ্ডে RCB-র ঘাড়েই দোষ চাপাল সরকার টাকা ধার নিয়ে ফেরত দেয়নি… যৌন শোষণের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন RCB-র তারকা আইপিএল-এর মূল্যায়ন ১৫৮,০০০ কোটি ছাড়াল! সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি হল… রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়!

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ