সিবিআই তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহার বাড়িতে ঢুকেই সবার আগে তাঁর দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল। বিধায়ক জীবনকৃষ্ণ সাহার মোবাইল ফোন পুকুরে ফেলার ঘটনা থেকে অভিজ্ঞতা নিয়েই এই কাজ তাঁরা করেন বলে খবর। তাই বিধায়কের দু’টি মোবাইল বাজেয়াপ্ত করে গাড়িতে রেখে দরজা লক করে দিয়েছিলেন সিবিআই অফিসাররা। আজ, শনিবার সকালে সিবিআই বেরিয়ে যেতেই তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহা তড়িঘড়ি ছুটলেন নতুন মোবাইল ফোন কিনতে। কারণ মোবাইল ফোন দুটি নিজেদের সঙ্গেই নিয়ে গিয়েছেন তদন্তকারীরা।
এদিকে গতকাল দুপুরে তেহট্টে তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহার বাড়িতে হানা দেন সিবিআই অফিসাররা। টানা সাড়ে ১৪ ঘণ্টা জেরা করেন তাঁরা বিধায়ককে। তারপর আজ, শনিবার সকালে বিধায়কের বাড়ি ত্যাগ করে চলে যান তাঁরা। তদন্তের স্বার্থে তাপস সাহার দুটি মোবাইল ফোনই নিয়ে যান অফিসাররা। আর ইদের দিন দোকান খুলতেই নতুন মোবাইল কিনতে তেহট্ট বাজারে হাজির হন তৃণমূল কংগ্রেস বিধায়ক। তারপর স্থানীয় একটি দোকান থেকে নতুন মোবাইল কেনেন। তবে আশ্চর্যের বিষয় হল সেটি স্মার্টফোন নয়। একেবারে সাধারণ কিপ্যাড ফোন।
কেন এমন ফোন কিনলেন বিধায়ক? অন্যদিকে দোকানে গিয়ে সাধারণ কিপ্যাড ফোন কেনায় সবাই চমকে উঠেছে। কারণ বিধায়ক হয়ে কিনা সাধারণ কিপ্যাড ফোন ব্যবহার করবেন! যদিও তাপস সাহা মনে করেন, আবার তদন্তের স্বার্থ দেখিয়ে যদি মোবাইল নিয়ে নেয় সিবিআই অফিসাররা তাহলে সেটাও যাবে। তাই গেলে যাতে সস্তার কিপ্যাড ফোন যায় সেজন্য এমন মোবাইল ফোন কিনেছেন তিনি। সিবিআই একবার ফোন জমা নিলে তা দিতে অনেক সময় লাগিয়ে দেয়। তা বলে তো আর জগৎ–সংসার থেমে থাকবে না। তাই আপাতত কিপ্যাড ফোন দিয়েই কাজ চালাবেন তিনি।