দমকলের পক্ষ থেকে প্রাথমিক অনুমানের ভিত্তিতে জানানো হয়েছে, ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু ছিল। যার জেরে আগুন দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়ে এবং ভস্মীভূত করে দেয় গুদামকে। এখানে আগুন লাগার কারণ স্পষ্ট নয়। তবে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। বড় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন চটকলের কর্মীরা।
জুটমিলের গুদামে ভয়াবহ আগুন লাগে।
বজবজে জুটমিলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তার জেরে ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন সেখানে পৌঁছেছে। আজ, সোমবার বিকেলে জুটমিলের গুদামে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। শর্টসার্কিট থেকে আগুন বলে মনে করছে দমকল। এই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছে দমকল বাহিনী। যদিও আগুন লাগার ঘটনায় এখনও হতাহতের কোনও খবর মেলেনি।
এদিকে এখন দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। যদি তাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আসে তাহলে আরও ইঞ্জিন ডাকতে হবে। এই ঘটনার জেরে আতঙ্ক তৈরি হয়েছে। কারণ আগুন ছড়িয়ে পড়ছে বলে খবর। তবে আগুন লাগার সময় জুটমিলের গুদামে কেউ ছিল না। এই কারণে হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু কী কারণে চটকলের ভিতরে আগুন লাগল সেটা এখনও পরিষ্কার নয়। এই আগুন লাগার সময় শ্রমিকরা মিলের গুদামের বাইরে ছিলেন। আজ, নেতাজির জন্মজয়ন্তী থাকায় বেশি শ্রমিক কাজে যোগ দেননি। ছুটি নিয়েছেন।