বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Maoist: বাংলার পর্যটনকেন্দ্রে মাওবাদী লেখা পোস্টার, কারা রয়েছে পর্দার পেছনে?
পরবর্তী খবর
বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলেই পরিচিত পশ্চিমমেদিনীপুর জেলার গড়বেতা থানার গনগনি। আর সেই পর্যটনকেন্দ্রেই এবার মাওবাদী লেখা পোস্টার। এই পোস্টারকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। লাল কালিতে সেই পোস্টার লেখা হয়েছিল। পোস্টারে লেখা হয়েছে, মাওবাদী জিন্দাবাদ। ফরেস্ট ল্যান্ড ভূমিহীন আদিবাসীদের অবিলম্বে পাট্টার ব্যবস্থা করতে হবে। নীচে লেখা সিপিআই (মাওবাদী)। এই পোস্টারই আতঙ্ক বাড়িয়েছে অনেকের মনে।
এদিকে ইতিমধ্যেই জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে পুলিশি তৎপরতা বৃদ্ধি পেয়েছে। নতুন করে এলাকায় মাওবাদী তৎপরতা বাড়ছে কি না তা নিয়ে গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বাঁকুড়ার একাধিক তৃণমূল নেতা ইতিমধ্যেই বাড়তি নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন করেছেন। তার মধ্যেই এই পোস্টারকে ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়াচ্ছে এলাকায়।