রবিবার সকাল সাতটা নাগাদ গ্রামে এল মণিপুরে জঙ্গি হানায় নিহত জওয়ানের দেহ। বাঁকুড়ার সোনামুখী ব্লকের পাঁচাল গ্রামে সিআরপিএফ জওয়ানদের একটি গাড়ি তাঁর দেহ গ্রামে আনে। গ্রামের মাঠেই রাখা হয় দেহ। গ্রামবাসীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান।
শুক্রবার গভীর রাতে মণিপুরের বিষ্ণুপুরে নারানসেনায় জঙ্গি হামলায় নিহত হন দুই সিআরপিএফ জওয়ান। তাঁদের মধ্যে একজন বাঁকুড়ার বাসিন্দা অরূপ সাইনি।
শুক্রবার রাতেই অরূপ তাঁর ভাইকে নিজের গুরুতর আহত হওয়ার কথা জানান। পরের দিন সকালে তাঁর মৃত্যু সংবাদ দেন সিআরপিএম আধিকারিক। খবর ছড়িয়ে পড়ে গ্রামেও।
এদিন গ্রামে অরূপের দেহ আসার খবর পৌঁছতে গ্রামীবাসীরা ভিড় করতে শুরু করেন। গ্রামের মাঠে আগে থেকে মঞ্চে তৈরি করা ছিল। সেই মঞ্চেই রাখা হয় অরূপের দেহ। সর্বদা হাসিখুসি অরূপের মৃত্যুতে শোকহত গ্রামবাসীরাও ।
আরও পড়ুন। অস্ত্র কোথা থেকে এসেছে জানি না, শাহজাহানকেও চিনি না, দাবি আবু তালেবের স্ত্রীর
এদিন সকালে গ্রামের মাঠে হাজির হন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি-সহ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও। জাতীয় পতাকা মোড়়া কফিনে মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি-সহ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও। এর পর জওয়ানরা তার দেহ কাঁধে করে তাঁর বাড়িত নিয়ে যায়।। সেখানে আধ ঘণ্টা দেহ রাখার পর নিয়ে যাওয়া হয় শশ্মানে। দেওয়া হয় গামন স্যালুট । তারপর অরূপের শেষকৃত্য সম্পন্ন হয়।