রাতের অন্ধকারে মালদায় আবার শুটআউটের ঘটনা ঘটল। এই ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে দিয়েছে। আর এই শুটআউটের জেরে কালিয়াচকের লিচুবাগান থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোজমপুর এলাকা এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, আক্রান্ত যুবকের নাম করিম খান। আততায়ীরা এই কাজের পর পলাতক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে পরিবার সূত্রে খবর, রবিবার বেশি রাতে বাড়ির পাশেই লিচু বাগানে কাজ করতে গিয়েছিল যুবক করিম খান। তখন কেউ বা কারা এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয়। অনেকক্ষণ করিম বাড়িতে না আসায় খোঁজ করতে বাগানে যান পরিবারের সদস্যরা। মাঝরাতে করিম খানকে গুলিবিদ্ধ অবস্থায় করে সকলে। তখন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে ছিলেন করিম খান। দ্রুত তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কে বা কারা করিম শেখকে গুলি চালিয়েছে, সেটা জানেন না পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়ার হুমকি ইমেলে ব্যাপক আলোড়ন, ভয়ঙ্কর বিস্ফোরণের দাবি
অন্যদিকে পরিবারের সদস্যরাও এই শুটআউটের ঘটনায় অন্ধকারে। তাঁরা জানিয়েছেন কারও সঙ্গে করিমের কোনও শত্রুতা ছিল না। আততায়ীদের খুঁজে বের করতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে স্থানীয় সূত্রে খবর, কদিন ধরে কালিয়াচকে নতুন করে ফের উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। কদিন আগেই রাতে এক তৃণমূল কংগ্রেস নেতাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। মালদার তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিত্রী মিত্রের উপরও হামলা হয়েছিল। এইসব ঘটনা থেকে মনে করা হচ্ছে করিমের উপর হামলাও সেরকমই একটা ঘটনা।
তাছাড়া করিম খানের মতো সাধারণ একজন যুবকের উপর হামলা হওয়ার ঘটনায় এখন আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে এলাকায়। দুষ্কৃতীদের দাপট প্রতিনিয়ত বেড়ে চলেছে। মালদার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকেও হুমকি ফোন করা হয়েছিল। এমন নানা ঘটনা মালদায় ঘটেই চলেছে। এমন পরিস্থিতি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন। তবে এই ঘটনা ঘটলেও নিরাপত্তার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। কালিয়াচকের মজমপুর কয়েক মাস ধরে শান্তই ছিল। কিন্তু নতুন করে আবার উত্তপ্ত হতে শুরু করেছে।