বগটুই গণহত্যার মূল অভিযুক্ত নিহত লালন শেখের পরিবারের পাশে এবার খোলাখুলি দাঁড়িয়ে পড়ল তৃণমূল। রবিবার বগটুই গ্রামে গিয়ে লালন শেখের স্ত্রীর সঙ্গে দেখা করলেন স্থানীয় সাংসদ শতাব্দী রায়। ১০টি তরতাজা মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্তের পাশে কী ভাবে দাঁড়াতে পারে শাসকদল? প্রশ্ন তুলছে বিজেপি।রবিবার দুপুরে বগটুই গ্রামে লালন শেখের বাড়িতে হাজির হন শতাব্দী রায়। সেখানে লালন শেখের স্ত্রী রেশমা বিবির সঙ্গে কথা বলেন তিনি। রেশমা বিবি তাঁকে জানান, সিবিআই বাড়ি সিল করে রাখার সময় বাড়িতে চুরি হয়েছে। টাকা পয়সা, মেয়ের গয়না, টিভি নিয়ে গিয়েছে চোরেরা। শতাব্দী জানান, সমস্ত অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন তিনি। প্রায় ২০ মিনিট কথা হয় ২ জনের মধ্যে। শতাব্দী রেশমা বিবিকে বলেন, লালনের মৃত্যুর বিচার পেতে যতদূর যেতে হয় যাব।বগটুইয়ে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের খুনের পর একের পর এক বাড়িতে আগুন দেওয়ায় মূল অভিযুক্ত লালন শেখ। এদিন লালনের স্ত্রীর সঙ্গে দেখা করার পর শতাব্দী রায় বলেন, ‘আমি ওদের জিজ্ঞাসা করেছিলাম তোমরা কি দলের হয়ে কথা বলছ? ওরা বলেছে আমরা আমাদের কথাই বলেছি। এর মধ্যে দলের কোনও ব্যাপর নেই।’লালনের স্ত্রী বলেন, ‘দিদি আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমরা সিবিআইয়ের অত্যাচার ও হুমকির বিচার চাই।’