গত ৪ অক্টোবর তিস্তার হড়পা বানে ক্ষতিগ্রস্ত হয়েছে দার্জিলিংয়ের সেবকের রেল সেতু। ইতিমধ্যেই সেখানে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর এবার সেবক সেতু থেকে দু'কিলোমিটার দূরে তিস্তার ওপর অবস্থিত করোনেশন সেতুর আদৌও কোনও ক্ষতি হয়েছে কিনা, তা পরীক্ষা করা শুরু করল আইআইটি খড়্গপুরের একটি বিশেষজ্ঞ দল। যদি এখনও পর্যন্ত কোনও ত্রুটি ধরা পড়েনি। তবে জানা গিয়েছে, আগামী কয়েকদিন এই সেতু খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: তিস্তায় ভেসে আসা বাক্স খুলতেই জলপাইগুড়িতে বিস্ফোরণ, মৃত ১, আহত ৫, কী ছিল তাতে?
রবিবার থেকে এই সেতু পরীক্ষার কাজ শুরু করেছেন আইআইটি খড়্গপুরের বিশেষজ্ঞরা। সেতুর বেশ কিছু অংশ খতিয়ে দেখা হয়েছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি সেতুকে আরও মজবুত করার জন্য কাজ চলছিল। সেই কাজও চলবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রাথমিকভাবে সেতু যতটা খতিয়ে দেখা হয়েছে, তাতে আপাতত কোনও ত্রুটি ধরা পড়েনি। এ বিষয়ে দার্জিলিংয়ের জেলা শাসক ড. প্রীতি গোয়েল জানান, আপাতত সেতুর কোনও ত্রুটি খুঁজে পায়নি বিশেষজ্ঞ দল।
উল্লেখ্য, ৪ অক্টোবর তিস্তায় ভয়াবহ হড়পা বানে সেবক রেল সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছিল উত্তর-পূর্ব সীমান্ত রেল। তারপরে আইআইটি খড়্গপুরের বিশেষজ্ঞরা সেতু পরিদর্শন করে রিপোর্ট দিয়েছেন। তাতে জানানো হয়েছে, সেতুর পাঁচ নম্বর পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই কোনও দুর্ঘটনা এড়াতে ওই সেতুর উপর ট্রেনের গতি নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে রেল।