বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Cancelled trains list for Kurmi protest: এখনও কাটল না কুড়মি জট, রবিবার বাতিল ৯৫ ট্রেন, সোমবার ৯৩ টি, দেখুন পুরো তালিকা
পরবর্তী খবর
Cancelled trains list for Kurmi protest: এখনও কাটল না কুড়মি জট, রবিবার বাতিল ৯৫ ট্রেন, সোমবার ৯৩ টি, দেখুন পুরো তালিকা
Cancelled trains list for Kurmi protest: কুড়মি আন্দোলনের জেরে রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস-সহ আগামিকাল ৯৫ টি ট্রেন বাতিল করে দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। সোমবার জনশতাব্দী এক্সপ্রেস, মেমু এক্সপ্রেস-সহ ৯৩ টি ট্রেন বাতিল করা হয়েছে।
কুড়মি আন্দোলনের জেরে বাতিল করা হচ্ছে অসংখ্য ট্রেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
প্রায় ৯৬ ঘণ্টা হতে চলল কুড়মি আন্দোলন। কিন্তু এখনও কাটল না জট। সূত্রের খবর, শনিবার প্রশাসনের সঙ্গে কুড়মি সম্প্রদায়ের প্রতিনিধিদের যে বৈঠক হয়েছে, তাতে কোনও সমাধানসূত্র মেলেনি। তার জেরে আগামিকাল (রবিবার, ৯ এপ্রিল) থেকে আরও তীব্রতর হচ্ছে কুড়মি আন্দোলন। সেই পরিস্থিতিতে রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস-সহ আগামিকাল ৯৫ টি ট্রেন বাতিল করে দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। সোমবার জনশতাব্দী এক্সপ্রেস, মেমু এক্সপ্রেস-সহ ৯৩ টি ট্রেন বাতিল করা হয়েছে।
কুড়মিদের তফসিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে বুধবার থেকে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে যে অবরোধ-বিক্ষোভ চলছে, তার জেরে স্তব্ধ হয়ে গিয়েছে রেল ও সড়ক পরিবহণ। বাতিল হয়েছে অসংখ্য ট্রেন। আটকে আছে বহু পণ্যবাহী গাড়ি। সেই পরিস্থিতিতে জট কাটাতে শনিবার কুড়মি সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে প্রশাসন। সূত্রের খবর, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠকের প্রস্তাবও দেওয়া হয়। বিষয়টি নিয়ে কুড়মি সমাজের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চললেও এখনও সমাধানসূত্র বের হয়নি। তার জেরে অবরোধ চলছে।
শুধু তাই নয়, রবিবার থেকে কোটশিলা স্টেশনও অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেই পরিস্থিতিতে রবিবার ৯৫ টি এক্সপ্রেস ট্রেন, মেমু এক্সপ্রেস ট্রেন বাতিল করে দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। যে তালিকায় আছে হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, পুরী-নয়াদিল্লি এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস, পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস-সহ একগুচ্ছ ট্রেন। সোমবারও ৯৩ টি ট্রেন বাতিল করা হয়েছে। মুম্বই রুটের তো সব ট্রেনই বাতিল করে দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। প্রাথমিকভাবে ঘুরপথে কয়েকটি মুম্বই রুটের ট্রেন চালানো হচ্ছিল। কিন্তু সেই রুটেও অবরোধের জেরে পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে মুম্বই রুটের রেল পরিষেবা।
ওই রুটে রেল পরিষেবা স্তব্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অসহায় হয়ে মুম্বইয়ে আটকে পড়া এক ব্যক্তি বলেন, ‘কেউ বলতে পারবেন না মুম্বই থেকে কীভাবে কলকাতায় আসব? সব ট্রেন বাতিল করা হয়েছে। লোকমান্য তিলক টার্মিনাস-শালিমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস-হাওড়া এক্সপ্রেস-সহ সব ট্রেন বাতিল হয়ে গিয়েছে।’ অনেকেই বিকল্প না পেয়ে আকাশপথে কলকাতায় ফেরার পরিকল্পনা করছেন। কিন্তু শেষমুহূর্তে বিমানের টিকিট কাটলে তো প্রচুর টাকা গচ্ছা যাবে। আর সেটা কি সকলের পক্ষে সম্ভব হবে?