Dooars Winter Tour: পরিবারের সঙ্গে ঘুরছে গন্ডার ছানা, উঁকি দিচ্ছে বাইসন, ডুয়ার্সের প্রেমে পর্যটকরা
Updated: 24 Dec 2024, 05:08 PM ISTনির্জন ডুয়ার্স। রূপের ডালি সাজিয়ে বসে রয়েছে ডুয়ার্স। নামল পর্যটকের ঢল।
বেলঘরিয়ার স্বাতী চক্রবর্তী জানিয়েছে, বড়দিন ডুয়ার্সে কাটাব। খুব আনন্দ হচ্ছে। হাতি, ময়ুর দেখে খুব ভালো লাগছে। চোখের সামনে গন্ডার। এটা দেখে খুব ভালো লাগছে। এখানকার মানুষরাও খুব ভালো। অত্যন্ত আন্তরিক। এবারে এসেছি। আবার আসব ডুয়ার্সে। আসলে বাস্তবিকই অনেকেই একবারে এলে ডুয়ার্সের প্রেমে পড়ে যান। সেই ডুয়ার্সের প্রেমেই বার বার তাঁরা ছুটে আসেন ডুয়ার্সে। এক্স হ্য়ান্ডেল পরভীন কাসোয়ান।
পরবর্তী ফটো গ্যালারি