
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
পালটে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি। একটি মহলের তরফে এমনই দাবি করা হয়েছে। আগামী সপ্তাহে পরীক্ষার নয়া সূচি ঘোষণা করা হতে পারে বলে ওই মহলের তরফে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে সরকারিভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।
আগামী ২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। শেষ হওয়ার কথা ছিল ২০ এপ্রিল। তারইমধ্যে মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়, চলতি বছর দু'বার সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা (জেইই-মেন) হতে চলেছে। প্রথম পর্যায়ের পরীক্ষা হবে আগামী এপ্রিলে। পরের মাসে তথা মে'তে হবে দ্বিতীয় দফার পরীক্ষা।
সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষার আয়োজক সংস্থার তরফে বলা হয়, ‘আগামী ১৬ এপ্রিল থেকে ২১ পর্যন্ত প্রথম পর্যায়ের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা হবে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে আগামী ২৪ মে থেকে ২৯ মে।’ এনটিএয়ের তরফে বলা হয়, 'আজ (১ মার্চ) থেকেই জেইই-মেন পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রথম সেশনের জেইই-মেন পরীক্ষার আবেদন জানানোর শেষদিন হল ৩১ মার্চ। হিন্দি, ইংরেজি এবং গুজরাতির পাশাপাশি অসমিয়া, বাংলা, কন্নড়, মালায়ালম, মারাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তেলুগু, উর্দুতেও পরীক্ষা হবে।'
সেই পরিস্থিতিতে জেইই-মেন এনং উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের পরীক্ষার দিন মিলে যাচ্ছে। ১৬ এপ্রিল আছে রসায়নের পরীক্ষা। স্ট্যাটিসটিক্স পরীক্ষা আছে ১৮ এপ্রিল। সেজন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হতে পারে বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে। ওই মহলের দাবি, আগামী সপ্তাহেই নয়া সূচি ঘোষণা করা হবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports