
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
পুরোপুরি সূচির পরিবর্তন হল না। সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষার (জেইই-মেন) জন্য শুধুমাত্র চারদিনের পরীক্ষার সূচিতে হেরফের করা হল। এগিয়ে আনা হল একদিনের পরীক্ষা। বাকি তিনদিনের পরীক্ষা পিছিয়ে দেওয়া হল।
সোমবার সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, আগের সূচির মতোই আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। তবে সর্বভারতীয় জয়েন্টের জন্য বেশিদিন পরীক্ষা চলবে। আগামী ১৬ এপ্রিল কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবি, ফরাসির পরীক্ষা ছিল। তা এগিয়ে আনা হচ্ছে। ১৩ এপ্রিল হবে সেই বিষয়গুলির পরীক্ষা। ১৩ এপ্রিল যে পরীক্ষাগুলি ছিল, সেগুলি পিছিয়ে যাচ্ছে। সেগুলি হবে ১৮ এপ্রিল। কারণ সেগুলির সঙ্গে জেইই-মেনের কোনও সম্পর্ক নেই। আবার ১৮ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে হবে আগামী ২৫ এপ্রিল। ২০ এপ্রিল যে অর্থনীতি পরীক্ষা ছিল, তা পিছিয়ে ২৬ এপ্রিল হবে।
দেখে নিন উচ্চ মাধ্যমিকের নয়া সূচি
উল্লেখ্য, প্রাথমিকভাবে সংসদ জানিয়েছিল, ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। যদিও গত সপ্তাহে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়, চলতি বছর দু'বার সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা (জেইই-মেন) হতে চলেছে। প্রথম পর্যায়ের পরীক্ষা হবে আগামী এপ্রিলে। পরের মাসে তথা মে'তে হবে দ্বিতীয় দফার পরীক্ষা। সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষার আয়োজক সংস্থার তরফে বলা হয়, ‘আগামী ১৬ এপ্রিল থেকে ২১ পর্যন্ত প্রথম পর্যায়ের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা হবে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে আগামী ২৪ মে থেকে ২৯ মে।’ এনটিএয়ের তরফে বলা হয়, 'আজ (১ মার্চ) থেকেই জেইই-মেন পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রথম সেশনের জেইই-মেন পরীক্ষার আবেদন জানানোর শেষদিন হল ৩১ মার্চ। হিন্দি, ইংরেজি এবং গুজরাতির পাশাপাশি অসমিয়া, বাংলা, কন্নড়, মালায়ালম, মারাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তেলুগু, উর্দুতেও পরীক্ষা হবে।'
৳7,777 IPL 2025 Sports Bonus