বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে রাতে বাড়ি ফিরছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। কিন্তু মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তার। বাড়ি ফেরা হল না। রাস্তাতেই ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। একটি পিকআপ ভ্যান সরাসরি পরীক্ষার্থীর স্কুটিতে ধাক্কা মারে। আর তার জেরে মৃত্যু হল ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর। এই ঘটনা নিয়ে দক্ষিণ ২৪ পরগনার বজবজের পূজালীতে শোকের ছায়া নেমে আসে।
ঠিক কী ঘটেছে বজবজে? স্থানীয় সূত্রে খবর, ছেলেটির নাম তনয় মান্না। তনয় এদিন তার কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা মারতে গিয়েছিল। পরীক্ষার মাঝে একটু হালকা হতে চেয়েছিল। তাই পড়ার ফাঁকে আড্ডা মারতে গিয়েছিল। স্কুটিতে করে পরীক্ষার্থী পূজালির দিক থেকে অছিপুরের দিকে যাচ্ছিল। আর তখনই একটি পিকআপ ভ্যান এসে ধাক্কা মারে স্কুটিতে। এই ধাক্কার জেরে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর নাম তনয় মান্না (১৮)। সে পূজালির বজবজ এলাকার বাসিন্দা। স্কুটিতে ধাক্কা মারে একটি পিকআপ ভ্যান। আর তার জেরে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় ওই পরীক্ষার্থী। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তার আগে পরীক্ষার্থীকে উদ্ধার করে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হওয়ায় কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু আজ, বৃহস্পতিবার সকালে সেখানেই মৃত্যু হয় ওই পরীক্ষার্থীর।
আর কী জানা যাচ্ছে? কিছুদিন আগেও এমন মর্মান্তিক খবর প্রকাশ্যে এসেছিল। মহেশতলার মোল্লার গেটে সন্তোষপুর গভমেন্ট কলোনি এলাকায় বাড়ির বাথরুম থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর দেহ উদ্ধার হয়। মৃতের নাম সৌভিক অধিকারী। এছাড়া পর পর বেশ কয়েকটি পথ দুর্ঘটনা ঘটে মহেশতলা, বজবজ, বেহালা–সহ নানা জায়গায়। এবার পথ দুর্ঘটনা পুজালীতে ঘটলেও পিকআপ ভ্যানকে ধরা যায়নি। তা নিয়ে তল্লাশি শুরু হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup