যুবতীর প্রাক্তন স্বামীর হাতে আক্রান্ত হলেন বর্তমান স্বামী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকার কাড়লা শালবাগান এলাকায়। অভিযোগ, বিশ্বজিৎ দাস নামে এক ব্যক্তির ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালান সুকান্ত ভদ্র নামে এক যুবক। এর পর সুকান্তকেও উত্তম মধ্যম দেন স্থানীয়রা। ঘটনার জেরে ২ জনেই হাসপাতালে চিকিৎসাধীনস্থানীয়রা জানিয়েছেন, ৮ বছর আগে সুকান্তর সঙ্গে রিঙ্কুর বিবাহবিচ্ছেদ হয়। গত মে মাসে বিশ্বজিৎ বিশ্বাসকে বিয়ে করেন তিনি। রিঙ্কুদেবীর অভিযোগ, তার পর থেকে ফের তাঁর প্রথমপক্ষের স্বামী তাঁকে উত্যক্ত করা শুরু করেন। লাগাতার হুমকি দিতে থাকেন তিনি। এমনকী এর আগে কাড়লা এসে একবার অশান্তিও করে গিয়েছেন।শনিবার বাড়ির পাশে ওঁত পেতে ছিল সুকান্ত। বিশ্বজিৎবাবু বাড়ি থেকে বেরোতেই তাঁর ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালান তিনি। একের পর এক আঘাতে বিশ্বজিৎবাবুর শরীরের বিভিন্ন স্থানে ক্ষত তৈরি হয়। তাঁর চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। ধরে ফেলেন সুকান্তকে। বিশ্বজিৎ বিশ্বাসকে উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তাঁরা। সুকান্তকে ঘিরে শুরু হয় গণধোলাই। যার জেরে গুরুতর আহত হন তিনিও। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। এর পর তাঁকে হাসপাতালে ভর্তি করেন পুলিশকর্মীরা। দুজনেরই আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর।