উচ্চমাধ্যমিক পরীক্ষায় ইতিমধ্যে পাশের হারের গণ্ডি ৯০ শতাংশের গণ্ডি পেরিয়ে গিয়েছে। ২০২০ সালে ৯০ শতাংশ মাইকফলক ছুঁয়ে ফেলার পরে ফের ৮০ শতাংশের ঘরে নেমে গিয়েছিল পাশের হার (২০২১ সালটা ধরা হয়নি)। গতবার অবশ্য ফের উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার ফের ৯০ শতাংশ ছুঁয়ে ফেলেছে। আর ২০২৫ সালে পাশের হার কত হয়, সেদিকে নজর আছে শিক্ষা মহলের। এবার উচ্চমাধ্যমিকে পাশের হার রেকর্ড তৈরি হচ্ছে কিনা, সেটা বোঝা যাবে আজ বেলা ১২ টা ৩০ মিনিটে। কারণ সেইসময় আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশের দেড় ঘণ্টা পর (দুপুর ২ টো) থেকে ওয়েবসাইট থেকে নিজেদের প্রাপ্ত নম্বর দেখতে পারবেন পড়ুয়ারা।
উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হারের পরিসংখ্যান
১) ২০১০: ৮০.৭৮ শতাংশ।
২) ২০১১: ৭৬.৫৪ শতাংশ।
৩) ২০১২: ৭৭.৮৮ শতাংশ।
৪) ২০১৩: ৭৭.৩৫ শতাংশ।
৫) ২০১৪: ৭৮.৪২ শতাংশ।
৬) ২০১৫: ৮২.৩৮ শতাংশ।
৭) ২০১৬: ৮৩.৬৫ শতাংশ।
৮) ২০১৭: ৮৪.২ শতাংশ।
৯) ২০১৮: ৮৩.৭৫ শতাংশ।
১০) ২০১৯: ৮৬.২৯ শতাংশ।
১১) ২০২০: ৯০.১৩ শতাংশ।
১২) ২০২১: ১০০ শতাংশ (কোভিড মহামারীর কারণে পরীক্ষা হয়নি)।
১৩) ২০২২: ৮৮.৪৪ শতাংশ।
১৪) ২০২৩: ৮৯.২৫ শতাংশ।
১৫) ২০২৪: ৯০ শতাংশ।
গতবারের উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক পাশের হার
আগের বছর উচ্চমাধ্যমিকে সার্বিকভাবে পাশের হার ছিল ৯০ শতাংশ। আর পশ্চিমবঙ্গের ২৩টি জেলার মধ্যে ১০টিরই পাশের হার ৯০ শতাংশের গণ্ডি ছুঁয়ে ফেলেছিল। সেই তালিকায় ছিল - পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি এবং বীরভূম।
১) পূর্ব মেদিনীপুর: ৯৫.৭৭ শতাংশ।
২) দক্ষিণ ২৪ পরগনা: ৯২.৮৭ শতাংশ।
৩) পশ্চিম মেদিনীপুর: ৯২.৭২ শতাংশ।
৪) কালিম্পং: ৯২.৫১ শতাংশ।
৫) কলকাতা: ৯২.১৩ শতাংশ।
৬) উত্তর ২৪ পরগনা: ৯২.০৫ শতাংশ।
৭) নদিয়া: ৯১.৭৩ শতাংশ।
৮) হাওড়া: ৯১.০৬ শতাংশ।
৯) হুগলি: ৯১.০৬ শতাংশ।
১০) বীরভূম: ৯০.২১ শতাংশ।
১১) মুর্শিদাবাদ: ৮৯.৭ শতাংশ।
১২) বাঁকুড়া: ৮৯.২১ শতাংশ।
১৩) দক্ষিণ দিনাজপুর: ৮৮.৮ শতাংশ।
১৪) দার্জিলিং: ৮৮.৭৭ শতাংশ।
১৫) পূর্ব বর্ধমান: ৮৮.৬৭ শতাংশ।
১৬) কোচবিহার: ৮৮.০৭ শতাংশ।
১৭) ঝাড়গ্রাম: ৮৭.৩৫ শতাংশ।
১৮) উত্তর দিনাজপুর: ৮৬.৬ শতাংশ।
১৯) মালদা: ৮৬.১১ শতাংশ।
২০) আলিপুরদুয়ার: ৮৬.০২ শতাংশ।
২১) পুরুলিয়া: ৮৫.০৬ শতাংশ।
২২) পশ্চিম বর্ধমান: ৮৩.৫৪ শতাংশ।
২৩) জলপাইগুড়ি: ৮২.৩৮ শতাংশ।
আরও পড়ুন: JEE Topper Devdutta Majhi: দিনে ক’ঘণ্টা পড়াশোনা? কোচিং নিয়েছিলেন? জয়েন্টে প্রথম দেবদত্তা যা বললেন
২০২৫ সালের উচ্চমাধ্যমিকের রেজাল্ট কীভাবে দেখবেন?
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রদত্ত অফিসিয়াল ওয়েবসাইট result.wb.gov.in থেকে পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। সেইসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলা তো আছেই। হিন্দুস্তান টাইমস বাংলা থেকে স্রেফ দুটি ক্লিকেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন - ক্লিক করুন এখানে। এখান থেকে মার্কশিটও ডাউনলোড করতে পারবেন।