
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
বলিউড অভিনেত্রী সোনম কাপুর সম্প্রতি তাঁর চুল দান করেছেন। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে অনুরাগীদের এ কথা জানান অভিনেত্রী। সোনম কাপুর তাঁর ঘন লম্বা চুলের জন্য, নিজের বাবা অনিল কাপুরকে কৃতিত্ব দিয়েছেন।
সোনম কাপুর তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমি আমার ১২ ইঞ্চি চুল কেটে, তা দান করার সিদ্ধান্ত নিয়েছি। এত সুন্দর জিনের জন্য আমার বাবা অনিল কাপুরকে ধন্যবাদ।’
মেয়ের পোস্টে লাইক করেছেন অনিল কাপুর নিজেও। এর জন্য 'খুবসুরত' খ্যাত এই অভিনেত্রীর প্রশংসা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। কমেন্ট সেকশনে এক ফলোয়ার লিখেছেন, ‘সোনম, তোমার নতুন হেয়ারকাটে, তোমাকে তোমার মতোই সুন্দর লাগছে।’ আরেক ভক্ত লিখেছেন, ‘ইউ আর গিভিং হেয়ার গোলস টু পিপল।’
প্রসবের পর থেকেই লাইমলাইট থেকে দূরে সোনম কাপুর। ২০১৮ সালে দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ২০২২ সালের আগস্টে, ছেলে বায়ুর জন্ম দেন এবং এরপরে চলচ্চিত্র জগত থেকে বিরতি নেন। কাজের কথা বললে, সোনম কাপুরকে সর্বশেষ ২০২৩ সালে মুক্তি পাওয়া 'ব্লাইন্ড' ছবিতে দেখা গিয়েছিল। সোনম ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি শীঘ্রই একটি ওটিটি প্রকল্পের মাধ্যমে ফিরবেন।
সোনাম জানিয়েছিলেন, ‘মা হওয়ার পর আবার ক্যামেরার সামনে ফিরতে পেরে, আমি খুবই উচ্ছ্বসিত। আমি আমার কাজকে ভালোবাসি এবং আমার পেশার মাধ্যমে আকর্ষণীয় চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। আমি বিভিন্ন ধরণের চরিত্রে কাজ করতে পছন্দ করি। আমি আমার পরবর্তী প্রজেক্টের অপেক্ষায় আছি।’ সোনম কাপুরের পরবর্তী কাজ সম্পর্কে কিছু জানানো না হলেও, ধারণা করা হচ্ছে এটি একটি বড় প্রজেক্ট হতে চলেছে।
৳7,777 IPL 2025 Sports Bonus