ঘোষণা অনুযায়ী ৭ মে দেশ জুড়ে মক ড্রিল হবে। তার আগে ৬ মে মধ্যরাতে পাকিস্তানে এয়ার স্ট্রাইক করল ভারত। নাম অপারেশন সিঁদুর। এমন আবহে জানেন কি ভারত পাকিস্তান যুদ্ধের উপর কোন কোন ভারতীয় ছবি তৈরি হয়েছে?
১৯৭৩ সালে মুক্তি পায় হিন্দুস্তান কি কসম। ১৯৭১ এর ভারত পাক যুদ্ধের উপর নির্মিত হয়েছিল এই ছবি।
১৯৯৭ সালে মুক্তি পায় বর্ডার। জেপি দত্ত পরিচালিত এই ছবিটিও ১৯৭১ এর যুদ্ধের উপর নির্মিত।
১৯৯৯ সালে ঘটে যাওয়া কার্গিল যুদ্ধের উপর নির্মিত হয় ২০০৩ সালের ছবি এলওসি কার্গিল।
২০০৪ সালে মুক্তি পাব লক্ষ্য ছবিটিও কার্গিল যুদ্ধের উপর বানানো হয়েছিল।
১৯৭১ নামক ছবিটি উক্ত বছর ঘটা ভারত পাক যুদ্ধের উপর তৈরি করে বানানো হয়েছিল। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল এটি।
১৯৭১ এর ভারত পাক যুদ্ধের উপর বানানো হয়েছে পিপ্পাও। এটি ২০০৩ সালে মুক্তি পেয়েছে।
ভিকি কৌশল অভিনীত স্যাম বাহাদুর ছবিটিও ১৯৭১ এর যুদ্ধের অন্যতম নায়ক ফিল্ড মার্শাল স্যাম বাহাদুরের জীবনের উপর ভিত্তি করে বানানো হয়েছে।
শেরশাহ ছবিটিও কার্গিল যুদ্ধের উপর নির্মিত। এখানে মুখ্য ভূমিকায় আছেন সিদ্ধার্থ মালহোত্রা।