আবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল ইসলামপুরে। আজ, সোমবার দুপুরে ইসলামপুর থানা এলাকার বানিয়া গ্রামে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সফিজুল হক নামের একজনের বাড়িতে বোমা তৈরির কাজ চলছিল। সেখানেই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে খবর। আর সেখানেই সফিজুলের দু’টি হাতই উড়ে গিয়েছে। এই ঘটনার জেরে তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। আতঙ্কে ভুগছেন এলাকার মানুষজন।
ঠিক কী ঘটেছে ইসলামপুরে? স্থানীয় সূত্রে খবর, এই বিস্ফোরণের সময় ওই বাড়িতে আরও কয়েকজন ছিল। কিন্তু বোমা বিস্ফোরণ হতেই সবাই পালিয়ে যায়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বোমা তৈরি করছিল সফিজুল হক। বিস্ফোরণে তার দুটি হাতই উড়ে গেল। এলাকার বাসিন্দারা পুলিশে খবর দেয়। ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১২টি তাজা বোমা এবং বোমা তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার করেছে। আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে ইসলামপুরের বানিয়া গ্রামে। এক যুবকের দুটি হাতই উড়ে গিয়েছে বোমা বিস্ফোরণে। ওই যুবকের নাম সফিজুল হক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে বোমা বাঁধার কাজ চলছিল সেটা এখনও স্পষ্ট নয়। ওই জখম যুবক সুস্থ হওয়ার পরই এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হবে। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত সেটা খতিয়ে দেখা হচ্ছে। বোমা পাচার করা হতো নাকি বিশেষ কোনও কারণে এই বোমা তৈরি করা হচ্ছিল সেটা এলাকাবাসীর সঙ্গে কথা বলা হচ্ছে। এমনকী গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।