দক্ষিণ ২৪ পরগনার পানিহাটি-সহ বহু এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সমস্যা। এই পরিস্থিতিতে পুরসভার পক্ষ থেকে পানীয় জল অপচয় না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অথচ সেই অবস্থার মধ্যেই পানীয় জল ব্যবহার করা হচ্ছে সুইমিংপুল ভর্তি করার জন্য। এমনই অভিযোগ উঠল খড়দহ পুরসভার একটি সুইমিং পুলের বিরুদ্ধে। এই অভিযোগের পরেই নড়েচড়ে বসেছে খড়দহ পুরসভা কর্তৃপক্ষ। ইতিমধ্যেই খড়দহ পুরসভার পক্ষ থেকে সুইমিং পুল কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে।
খড়দহ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সূর্য সেন এলাকায় অবস্থিত এই সুইমিং পুলের বিরুদ্ধে অভিযোগ, পানীয় জল দিয়ে যেমন এই সুইমিংপুল ভর্তি করা হচ্ছে, তেমনি সাঁতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খড়দহ পুরসভায় জলের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন খোদ খড়দহ পুরসভার জল বিভাগের পুর পারিষদ শান্তনু ভট্টাচার্য। পানীয় জলের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শান্তনু ভট্টাচার্য ইতিমধ্যেই খড়দহ পুরসভা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। আর সেই অবস্থায় পুরসভার পানীয় জলে সুইমিংপুল ভর্তি করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।