সম্প্রতি একাধিক পুরসভায় চেয়ারম্যানদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। আর সবচেয়ে উল্লেখযোগ্য হল তৃণমূল কাউন্সিলরাই দলের চেয়ারম্যানদের বিরুদ্ধে এই প্রস্তাব এনেছেন। তাতে অস্বস্তিতে পড়তে হয়েছে শাসক দলকে। এই পরিস্থিতি দলের পুর চেয়ারম্যানদের বিরুদ্ধে অনাস্থা আনা নিয়ে কঠোর পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস। পুরসভা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব বা নিজেদের মধ্যে আলোচনা করে চেয়ারম্যানকে সরানোর চেষ্টা এবার এসব বন্ধ করতে কঠোর বার্তা দিল তৃণমূল কংগ্রেস। দলের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, কাউন্সিলররা নিজেদের মতো করে অনাস্থা আনতে পারবেন না। যদি কাউকে সরানো প্রয়োজন হয়, তাহলে সিদ্ধান্ত নেবে দল, কাউন্সিলরদের পক্ষে তা ঠিক করার কোনও অধিকার নেই। (আরও পড়ুন: অ্যান্টিডিপ্রেসেন্ট-ঘুমের ওষুধ বন্ধ হল সৌগত রায়েক, এখন কেমন আছেন দমদমের সাংসদ?)
আরও পড়ুন: অবৈধভাবে বাড়ি সম্প্রসারণ, বালুরঘাটের বিজেপি নেতাকে শোকজ করল পুরসভা
গত কয়েকদিনে রাজ্যের একাধিক জেলা থেকে তৃণমূল নেতৃত্বের কাছে পুরসভা ঘিরে অসন্তোষের খবর পৌঁছেছে। কোথাও পুর প্রধানকে বদলানোর দাবি উঠেছে, কোথাও আবার পারিষদদের বদলের আর্জি এসেছে। সূত্রের খবর, কাউন্সিলরদের একাংশ নিজেদের মধ্যে আলোচনা করে অনাস্থা আনার পরিকল্পনাও করেছে এবং সেই অনুযায়ী দলের কাছেও আবেদন জানানো হয়েছে। তবে দলের অবস্থান স্পষ্ট, এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। কাউন্সিলররা একত্রিত হয়ে কাউকে সরানোর দাবি তুললে, তাঁদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে দল। (আরও পড়ুন: 'মহিলা নিয়ে…', কসবা কাণ্ডে ধৃত মনোজিতের নামে বিস্ফোরক বিটি কলেজের প্রিন্সিপাল)
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এখনই রাজ্যের কোনও পুরসভায় অনাস্থা আনার সুযোগ নেই। যদি কোনও অভিযোগ থাকে, তা লিখিতভাবে দলের কাছে জানাতে হবে। কিন্তু কাউন্সিলররা একতরফা পদক্ষেপ করলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলেই মনে করছে শীর্ষ নেতৃত্ব। পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ সহ একাধিক জেলা থেকে অনাস্থা সংক্রান্ত অভিযোগ উঠেছে বলে জানা গিয়েছে। বুধবার মুর্শিদাবাদ জেলার এক নেতাকে কলকাতায় ডেকে পাঠিয়ে দলের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। (আরও পড়ুন: ধর্ষণের পর কত রাত পর্যন্ত কসবা কলেজে ছিল মনোজিৎ? প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল?)
আরও পড়ুন: আরও বিপাকে কসবা গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিৎ, এবার কী হবে?
আরও পড়ুন: কসবা গণধর্ষণকাণ্ডে নয়া মোড়, CBI চেয়ে মামলায় যুক্ত হতে চায় নির্যাতিতার পরিবার
লোকসভা ভোটের ফলাফলের পর তৃণমূল এমনিতেই শহরাঞ্চলে দলের অবস্থান নিয়ে সতর্ক। তার ওপর আগামী বছর বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে পুরসভাগুলিতে অস্থিরতা বা গোষ্ঠীদ্বন্দ্ব চায় না দল। তাই কাউন্সিলর, পারিষদ থেকে শুরু করে চেয়ারম্যান সকলের ওপরই এখন দলের কড়া নজর। দল চাইলে সিদ্ধান্ত নেবে, কিন্তু কাউন্সিলররা যেন আগ বাড়িয়ে কিছু না করেন, এই বার্তাই এখন দিতে চায়ছে তৃণমূল।